শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যান্ত্রিক ত্রুটি: কলকাতার আকাশ থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট!

ডেস্ক রিপোর্ট : ইঞ্জিনে ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছে। যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটে যাত্রীরা দুইঘণ্টা বসে ছিলেন। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ফ্লাইটটি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। প্রায় আধঘন্টার বেশি সময় পর যখন কলকাতার আকাশে ফ্লাইটটি পৌঁছায় তখনেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবার ঢাকার দিকে ফেরত চলে আসে।

এরপর যাত্রীরা আরও দেড়ঘণ্টার মত সময় শাহজালাল এয়ারপোর্টে বিমানের ভেতরে বসা ছিলেন। এক পর্যায়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

ওই ফ্লাইটের একজন যাত্রী শামীম আশরাফী  বলেন, ‘কলকাতায় প্রায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আকাশ থেকে প্লেন ( কলকাতার বিমানবন্দরে নামেনি। ফেরত এসে আরও দেড় ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের ভেতরেই শাহজালাল এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়। এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এখনও তিনি এয়ারপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন।

ফ্লাইটটিতে বেশ কয়েকজন দেশী বিদেশী যাত্রী ছিলেন যারা কলকাতা থেকে কানেক্টিং ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তারাও ফ্লাইট মিস করে এখন বিপাকে পড়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) শাকিল মেরাজ বার্তা২৪.কমকে জানান, সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে ঢাকা থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। তারপর ৮ টা ১৬ মিনিটে কলকাতায় না গিয়ে ঢাকায় ফেরত আসে। তারপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

বিমানের পাইলটদের বরাত দিয়ে তিনি জানান, পাইলটরা যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরিয়ে এনেছেন। এখন বিমান প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছেন।

যাত্রীরা এয়ারপোটে অপেক্ষায় রয়েছেন। যদি ইঞ্জিনিয়াররা মনে করেন ফ্লাইটটি আবার যেতে পারবে তাহলে এই এয়ারক্রাফটে করে নেওয়া হবে। আর না পারলে অন্য কোনো রিপ্লেসমেন্ট এয়ারক্রাফট দেওয়া হবে। সেটা নির্ভর করছে ইঞ্জিনের যে সমস্যা হয়েছে তার ওপর। সূত্র : বার্তা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়