শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ নদী থেকে ২ কিশোরীর মৃতদেহ উদ্ধার

সুশান্ত সাহা : ঢাকার আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আশুলিয়া বাজার ব্রিজ সংলগ্ন তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক জানান, তাদের একজনের পরনে নীল কামিজ ও সাদা পায়জামা এবং আরেকজনের পরনে খয়েরি কামিজ ও সাদা পায়জামা। দুইজনেরই বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

ওসি রিজাউল আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো বলেন, দুপুরের পরে ওই দুই মেয়েকে নদীর পাড়ে বসে থাকতে দেখেছে অনেকেই। ওই সময় তারা ফোনে কথাও বলছিল আর কান্নাকাটি করছিল বলেও কেউ কেউ জানায়। পরে বিকালে তাদেরকে নদীর পানিতে হাবুডুবু খেতে দেখে দূর থেকে একটি ইটভাটার শ্রমিকরা নৌকা নিয়ে ছুটে এসে তাদের টেনে তোলেন। কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত লেখাপড়ার চাপ কিংবা প্রেমঘটিত কারণে তারা একসঙ্গে পানিতে ডুবে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় জানতে পারলে স্বজনদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়