শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৪ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজা স্থগিত, জামিনে মুক্ত নওয়াজ-মরিয়ম

নূর মাজিদ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার কন্যা মরিয়ম এবং জামাতা মোহাম্মদ সাফদার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট তাদের দুর্নীতি মামলার সাজা স্থগিত করে মুক্তির আদেশ দেন। এরপর রাতেই জেল থেকে ছাড়া পান নওয়াজ শরীফ, তার কন্যা ও জামাতা। এ সময় জেল গেটে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন নওয়াজের ছোট ভাই শাহবাজ শরীফ এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজের) শীর্ষ নেতৃবৃন্দ।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, নওয়াজ ও তার পরিবারের সদস্যদের একটি সামরিক বিমানে প্রথমে চাকলালা বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। এরপর তারা একটি বেসরকারি বিমানে করে লাহোরের উদ্দেশে রওনা হবেন।

পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে নওয়াজ ও তার পরিবারকে এই সাজা দিয়েছিল দেশটির বিশেষ দুর্নীতি দমন আদালত। আদালতটি যুক্তরাজ্যের এভেনফিল্ডে আয় বহির্ভূত সম্পত্তি এবং বসত-বাড়ির মালিকানা থাকায় নওয়াজ শরীফ এবং তার কন্যা-জামাতাকে স্বল্প মেয়াদে কারাবাসের নির্দেশ দিয়েছিলেন।

তবে দুর্নীতি দমন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের কাছে আপিল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াঙ্গল হাসান ওরাঙ্গজেব এবং বিচারক আতহার মিনাল্লাহ আপিলের শুনানি শেষে এমন রায় দেন। তবে আদালত নওয়াজ শরীফ ও তার কন্যাকে বেকসুর খালাস দেননি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট থেকে এভেনফিল্ড দুর্নীতি মামলার চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত আসামিদের ওপর দুর্নীতি দমন আদালতের (ন্যাব) সাজা স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ লাখ টাকার জামানত বন্ডের বিনিময়ে তাদের জামিনে মুক্তি দেবার নির্দেশ দেন আদালত।

এ সময় আদালতে উপস্থিত নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এদিকে রায়ের পর এক টুইট বার্তায় নওয়াজের ভাই শাহবাজ শরীফ পবিত্র কোরানের আল-ইস্রা সুরার একটি আয়াত পোস্ট করেন। ওই আয়াতের অর্থ ‘সত্য সমাগত, মিথ্যা অপসৃত। কারণ নিশ্চয় মিথ্যা (স্বভাবগতভাবেই) পতিত হবার যোগ্য। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়