শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূচি অদল-বদলে বিরক্ত মাশরাফি

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( এসিসি)। মূলত ‘বিশেষ’ একটি দলকে সুবিধা দিতে এমন সিদ্ধান্ত।

বুধবার ভারত-পাকিস্তান এবং বৃহস্পতিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফল অনুযায়ী সূচি হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ‘বেসক্যাম্প’ দুবাই ছেড়ে আবুধাবিতে খেলতে রাজি নয়। তাই সূচিতে ওলট-পালট হয়েছে, আফগানদের মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশকে ধরা হচ্ছে ‘বি’ গ্রুপ রানার্স-আপ! অন্যদিকে পাকিস্তানের কাছে হারলেও ‘এ’ গ্রুপে ভারতকে ধরা হবে চ্যাম্পিয়ন।

এশিয়া কাপের মাঝপথে এমন উদ্ভট সিদ্ধান্তে মাশরাফি মুর্তজা বিরক্ত। আফগানদের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে সুপার ফোরের সূচি নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে হলো বাংলাদেশ অধিনায়ককে। তার কথা, “এভাবে সূচি বদল অবশ্যই হতাশাজনক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলাম আমরা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার ফোরে ‘এ’ গ্রুপ রানার্স-আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবো। কিন্তু আজ সকালে জানতে পারলাম আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ‘বি ২’ বাংলাদেশ।”

মাশরাফির পরের মন্তব্যে ফুটে উঠলো ক্ষোভ, ‘পাগলও তো এভাবে সূচি বদল মেনে নেবে না। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আমরা কিনা গ্রুপ রানার্স-আপ! তাহলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির কী হবে। অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। গ্রুপ ম্যাচ বলেন বা যা-ই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। কিন্তু আমরা নিয়মের বাইরে চলে যাচ্ছি, আর এটাই হতাশাজনক।’

এভাবে সূচির ওলট-পালটে ভীষণ সমস্যা হবে বলেই মাশরাফির ধারণা, ‘গ্রুপ পর্ব শেষে মূল লড়াই যখন শুরু হবে, তখনই আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবো। তা-ও আবার এই তীব্র গরমে। আমাদের তো ২২ জন ক্রিকেটার নেই যে কাল (বৃহস্পতিবার) মূল ১১ জনকে বিশ্রাম দিয়ে অন্য ১১ জনকে খেলাবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়