শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধহীন যুগের শুভসূচনার প্রতিশ্রুতি দুই কোরিয়ার

সান্দ্রা নন্দিনী: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রগুলো বন্ধ করতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। উত্তর কোরিয়ায় দ্বিতীয়দিনের বৈঠক শেষে এক চুক্তিতে কোরীয় উপদ্বীপে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে একমত হয়েছেন দুইদেশের শীর্ষ নেতা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের তিনদিনব্যাপী পিয়ংইয়ং সফরকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পর মুন বলেন, বিশেষজ্ঞদের উপস্থিতিতে স্থায়ীভাবে তংচাং-রি ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষাকেন্দ্র বন্ধের ব্যাপারেও কিম সম্মতি দিয়েছেন। এছাড়া, যুক্তরাষ্ট্র সমানভাবে উদ্যোগী হলে তিনি ইয়ংবিয়ন পরমাণু গবেষণা কেন্দ্র বন্ধেও আগ্রহী।

অন্যদিকে, কিম এ বৈঠককে কোরীয় উপদ্বীপে সামরিক শান্তি নিশ্চিত করার পথে একটি বড় অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। আগামীতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেক্ষেত্রে কিম হবেন প্রথম কোনো উত্তর কোরীয় নেতা, যিনি দক্ষিণ কোরিয়ায় সফরে যাবেন।

বৈঠকে দুই কোরিয়া নিজেদের মধ্যে রেলযোগাযোগ স্থাপন, স্বাস্থ্যখাতে পারস্পরিক সহায়তা ও দুইদেশে বাসকারী বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের ব্যাপারেও পরিকল্পনা করেন।

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিশ্চিত করার ব্যাপারে চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় সিঙ্গাপুরে একটি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে দুইনেতার মধ্যে সফল আলোচনা হয় বলে সেসময় দাবি করেন ট্রাম্প। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়