শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের শিক্ষকদের মানববন্ধন

জুবায়র সানি : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশে গুম খুন বাড়ছে। ন্যায্য দাবিতে আন্দোলন করেও শিক্ষার্থীরা ছাড় পায় না। কোটা সংস্কারের দাবিও অগ্রাহ্য করা হয়েছে। দেশে এখন অরাজকতা ও দুঃসাশন চলছে।’

তিনি আরও বলেন, ‘বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করা হচ্ছে। কারাগারে আদালত বসেছে। আদালত বলবে খালেদা জিয়া চিকিৎসা পাবে কিনা। জিয়া পরিবারকে ধ্বংশ করার জন্যই এত প্রহসন।’

তবে দেশের এমন পরিস্থিতি আগামী ১ মাসের মধ্যে পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আগামী ১ মাস পরে দেশের অবস্থা পরিবর্তন হবে। এমন থাকবে না। ক্ষমতায় বেশি দিন থাকা যায় না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক সদরুল আমিন, ফরিদউদ্দিন আহমেদ, মহিউদ্দিন, সুকুমার বড়ূয়া, সিদ্দিকুর রহমান খান, আখতার হোসেন খানসহ আরও অনেকে।

সরকারকে উদ্দেশ্যে করে অধ্যাপক লুৎফুর রহমান বলেন, ‘তাদের ভয় একটাই। আসন্ন নির্বাচন। যদি নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে অংশ নেয় তবে তাদের অবস্থান কী হবে তা ভেবেই সরকার এসব করছে।’

সিদ্দিকুর রহমান খান বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। তার বিরুদ্ধে ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎের অভিযোগ রাখা হয়েছে। কিন্তু তার একটি টাকাও খরচ করা হয় নি। বরং সেই টাকার পরিমান বেড়ে তিন গুন হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘পহেলা সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশের পরে সাড়া দেশে সাড়ে ৩ হাজার মামলা হয়েছে। এসব গায়েবি মামলায় এমন ব্যক্তিদেরকেও আসামি করা হয়েছে যারা এইমূহুর্তে বিদেশে অবস্থান করছেন। বিষ্ফোরক ব্যবহারের অভিযোগে মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে। আমাদের পূর্বসূরীরা এর জন্য মুক্তিযুদ্ধ করে নি।’

অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, ‘৭০ এর নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণমানুষের দল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এর মাধ্যমে গনতন্ত্র হরণ করা হয়েছিল। মানুষ রুখে দাঁড়িয়েছিল। গনতন্ত্রের মূল্য আওয়ামী লীগের বোঝা উচিত।’

তিনি আরও বলেন, ‘গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দেওয়া উচিত। রাজনৈতিক কথা বলার সুযোগ দেওয়া উচিত। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হওয়া দরকার।’
বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা। দলের নেতা কর্মীদের নামে মামলা দেওয়া গনতন্ত্রের পথে প্রধান কাটা বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়