শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে মালিক বিহীন সাড়ে ৮কোটি টাকার মূল্যমানের ২লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানা গেছে । কোস্টগার্ড পূর্বজোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, ১৯ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি ষ্টেশনের একটি বিশেষ দল সাবরাং ইউনিয়নের জালিয়া পাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদ পেয়ে বোট নিয়ে টহলে যাওয়ার সময় একটি সন্দেহভাজন বোটকে তল্লাশির উদ্দেশ্য থামানোর সংকেত দিলে উক্ত বোটে থাকা লোকজন একটি বড় প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়।
পরে ভাসমান বস্তাটি উদ্ধার করে সিজি ষ্টেশনে এনে গণনা করে সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত  ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে।
অপরদিকে মঙ্গলবার রাত ৭টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী চেকপোষ্টের নায়েক মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেলযোগে নয়াপাড়া এলাকায় গমন করে।এসময় দুইজন লোক দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। এমতাবস্থায় তারা রাস্তা থেকে নেমে প্বার্শবর্তী গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে।
একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারে সুযোগ নিয়ে  জংগলাকীর্ণ এলাকা দিয়ে গ্রামের ভেতর পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ১কোটি ৫০লাখ টাকার মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়