শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় এনজিও কর্মী নিহত

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : কাভার্ডভ্যান চাপায় আজাদ (২৬) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মনির ও আসাদ নামের আরও দুই জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আজাদ নোয়াখালীর হাতিয়ার এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি আশুলিয়ায় পাংশী সমবায় সমিতি নামের একটি এনজিওতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জামগড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আশুলিয়া যাওয়ার পথে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এনজিও কর্মী আজাদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়