শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রথম উপজেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে

আবু বকর : রাজধানী, বিভাগীয় শহর এবং জেলার পাশাপাশি এবার প্রথম বারের মতো উপজেলা পর্যায়েও আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবারের মতো এবারও দেশব্যাপী আগামী ১৩ থেকে ১৯ নভেম্বর চলবে আয়কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মেলার আয়োজন করছে। রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এই মেলা হবে। অন্যান্য বারের মতো এবারও রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা বসবে।

এনবিআর সূত্র জানিয়েছে, আগামী ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেরা করদাতাদের সম্মাননা দেওয়ার পরের দিন থেকে মেলা শুরু হবে।এ বছর সব জেলা শহরে চারদিন এবং ৩০টি উপজেলায় দুইদিন মেলা হবে। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে একদিন ভ্রাম্যমাণ মেলা হবে। প্রতি বছরের মতো করদাতারা এবারও মেলায় আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ পাবেন। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। ইতোমধ্যে মেলার প্রচারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এনবিআর।

উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়