শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘে অংশগ্রহণে মাদুরোর সংশয়

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভায় ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্মিলিতভাবে দেশটির সাবেক সেনা কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করায় এ সংশয় দেখা গেছে। ২০১৫ সাল থেকেই জাতিসংঘের কোনো সভায় অংশ নেন নি মাদুরো।

ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গত ৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে তার এ সংশয় বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে গত আগস্টে মাদুরোর ওপর দুইটি ড্রোন হামলাও করা হয়। ঐ হামলার পেছনেও যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘের ৭৩তম অধিবেশনে অংশ না নেওয়া এ দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে রয়েছে। এরফলে দেশটির মুদ্রাস্ফীতি দুই লক্ষ শতাংশে পৌঁছে গেছে।

এদিকে, দেশটিতে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এ অধিবেশনটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে মনে করছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ। এ অধিবেশনে মাদুরোর অংশগ্রহণ না করার বিষয়টি নিয়েও প্রশ্ন করে এ পরিষদটি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়