শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুনানির আগে এফবিআই তদন্ত চান কাভানফের যৌন হয়রানির অভিযোগকারী

সান্দ্রা নন্দিনী: মার্কিন সিনেটে শুনানির আগে এফবিআই তদন্ত দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিমকোর্ট বিচারপতিপ্রার্থী ব্রেট কাভানফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী ক্রিস্টিন ব্লাসে ফোর্ড। মঙ্গলবার ফোর্ডের একজন আইনজীবী লিসা ব্যাংকস একথা জানান।

আগামী সোমবার শুনানিতে অভিযুক্ত কাভানফ ও অভিযোগকারী ব্লাসে ফোর্ডকে ডেকে পাঠিয়েছে মার্কিন সিনেটের বিচারবিভাগীয় কমিটি। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানিতে অংশ নিতে প্রস্তুত রয়েছেন কাভানফ।

বিচারবিভাগীয় কমিটি চেয়ারম্যান রিপাবলিকান সদস্য চাক গ্রাসলের কাছে চিঠির মাধ্যমে ফোর্ডের আইনজীবীরা জানান, শুনানির আগে অবশ্যই এফবিআই’কে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে হবে। চিঠিতে আরও বলা হয়, একটি পূর্ণাঙ্গ তদন্তের মধ্যদিয়ে আসল সত্যের উন্মোচন নিশ্চিত হবে। এতে, অভিযোগকারীকে পক্ষপাতহীনভাবে মূল্যায়ন সম্ভব হবে। এছাড়া, কমিটি শুনানি ও যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই সব তথ্য জানতে সমর্থ হবে।

এর আগে, সোমবার কাভানাফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসে। ক্যালিফোর্নিয়ার মনোবিদ ক্রিস্টিন ব্লেসি ফোর্ড মনোনীত বিচারপতি ব্রেট কাভানাফের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ফোর্ড বলেন, ১৯৮২ সালে যখন তারা দু’জনেই সাবারবান মেরিল্যান্ডে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তখন মদ্যপ অবস্থায় কাভানফ তার শ্লীলতাহানির চেষ্টা করে।

এদিকে, ব্যাংকস সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওয়াশিংটন পোস্টে নিজের অভিযোগ প্রকাশের পর গত কয়েকদিন ধরে ফোর্ড নানারকম হুমকি ও হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া, তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তার পরিবার রাতেরবেলা কোথায় নিরাপদে ঘুমাবে, ফোর্ডকে এখন সে জায়গা খুঁজে বেড়াতে হচ্ছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়