শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ ধারায় পুলিশ বিনা পরোয়ানায় বাসায় চলে যাবে : পীর হাবিবুর রহমান

রবিন আকরাম : সংসদে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাকে একটি কালো বিধান বর্ণনা করে বাংলাদেশে প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারাকে আরও কঠিন করে ৩২ ধারা করা হয়েছে।

তিনি বলেন, এতে করে পুলিশ বিনা পরোয়ানায় চলে যাবে যে কারও বাসায়। আর যখন এভাবে ফ্রি লাইসেন্স দিয়ে দেয়া হবে, যেখানে-সেখানে তল্লাশি করতে পারবে পুলিশ। আর তা মানুষকে অস্থির করে দেবে।

সোমবার চ্যানেল আই-এর ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পীর হাবিবুর রহমান বলেন, ‘গণমাধ্যমকে বিশেষ করে আওয়ামী লীগ বলে ইলেক্ট্রনিক্স মিডিয়ার দুয়ার খুলে দিয়েছে তারা। এটা অবশ্যই তাদের কৃতিত্ব, এটা সাধুবাদ পাওয়ার মতো। কিন্তু যদি আবার আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখেন, তাহলে তো আমার দমটা বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমাকে ভালো খাবার ‍দিলেন, ভালো কাপড়-চোপড় দিলেন। কিন্তু আমাকে বললেন কথা বলা যাবে না, গান গাওয়া যাবে না, শিস বাজানো যাবে না, পাখির ডাক শোনা যাবে না। তখন আমার কাছে মনে হবে মৃত্যু তার চেয়ে উত্তম।’

পীর হাবিবুর রহমান বলেন, বিরোধী দলকে উপলক্ষ করে আওয়ামী লীগের নেতারা মাঝে মাঝেই বলেন বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, পরাজয়ের গ্লানি অনেক দীর্ঘস্থায়ী। কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছেন না তাদের ক্ষমতা থেকে একদিন সরতে হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়