শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার পোশাক শ্রমিকদের সাথে প্রতারণা করেছে : ডা. জাফরুল্লাহ 

মো.এনামুল হক এনা: পোশাক শ্রমিকদের বেতন ন্যূনতম ৮ হাজার টাকা করে পোশাক শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে সরকার। একটি শ্রেণি কুক্ষিগত করে রেখেছে সরকারকে। তারা জঘন্য খারাপ কাজ এবং প্রতারণা করেছে পোশাক শ্রমিকদের সাথে। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে গণস্বাস্থ্যর চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণা দেওয়া ভুল কাজ। বেসরকারি পোষাক শ্রমিকদের বেতন অবশ্যই আরো বেশি হওয়া উচিত। অতীতের দাবি ১৬ হাজার বাস্তবায়ন হোক। সর্বনিম্ন ১৬ হাজার টাকার যে দাবি করে আসছে বিভিন্ন শ্রমিক ফেডারেশন আমি তাদের সাথে একমত। সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকার দাবিকে সমর্থন করছি। এটাই যৌক্তিক প্রাপ্য পোশাক শ্রমিকদের বলে মনে করি।

তিনি আরো বলেন, বেতন যদি ১৬ হাজারের কিছু কমও দেয় তাহলে গার্মেন্টস মালিকদের প্রত্যেক পোশাক শ্রমিকদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে হবে। এবং প্রত্যেক পোশাক শ্রমিকদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিতে হবে।

তিনি বলেন, পোশাক শ্রমিকরা যদি পুষ্টিহীনতায় ভুগে তাহলে তারা কাজ করবে কিভাবে? পুষ্টিহীনতায় ভুগলে কখনও উৎপাদন বাড়বে না। সুতরাং তাদের পুষ্টির ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়