শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন গভর্নর খুঁজছে সরকার

ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত “বাংলাদেশ ব্যাং কের ইতিহাস” নামক বইয়ের কোথাও স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থান পায়নি। অথচ বইটিতে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের মোট চারটি ছবি ছাপা হয়েছে। এ ঘটনা নিয়ে খবর প্রকাশের পর তার জের ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে তিরষ্কার করেছেন। সোমবার  বিকালে প্রধানমন্ত্রী তাকে এমন হীন কাজের জন্য তিরষ্কারের পাশাপাশি দোষীদের শাস্তির নির্দেশ দেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের জন্য নতুন গভর্নর খোঁজার কাজও শুরু করেছেন সরকার। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন গভর্নর হওয়ার প্রাথমিক তালিকায় ৫ জনের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন : সদ্য সাবেক হওয়া জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী,  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাবেক অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা সিতাংশু কুমার সুর (এস কে) চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের  ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব ড. এম আসলাম আলম। তাদের মধ্য থেকেই যেকোনো একজনকে বর্তমান গভর্নর ফজলে কবিরের জায়গায় স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মোট ৩৪৩ পৃষ্ঠার “বাংলাদেশ ব্যাং কের ইতিহাস' বইয়ে বঙ্গবন্ধুর কন্যা ও তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি থাকলেও তা বেশ অস্পষ্ট এবং ছোট। তবে ব্যাপক সমালোচনার মুখে বইটি বিতরণ এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। আর তা সংশোধন ও সংযোজন করতে বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। তবে, এই ডেপুটি গভর্নর মনিরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সক্রিয় নেতা ছিলেন।

এমন খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটিতে কিভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হলো তা তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, “বাংলাদেশ ব্যাংকের ইতিহাস”নামের এই বইটি দুইটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে (১-৩৪২) পৃষ্ঠায় রাখা হয়েছে, বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিচারণা ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ইতিহাস সংক্রান্ত বিষয়। বইটির দ্বিতীয় পর্ব (৩৪৩-৩৬১) রাখা হয়েছে ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন সময়ে সভা, সেমিনার, টেনিং প্রোগ্রাম এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধন সংক্রান্ত বিভিন্ন ছবি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুর নাম ওতপ্রোতভাবে জড়িত থাকলেও এত বড় এই বইটিতে জাতির জনক হিসেবেও তার কোন ছবির ঠাঁই হয়নি। অথচ দুই পর্বের বইটিতে আইয়ুব খানের তিনটি এবং মোনায়েম খানের একটি গ্রুপ ছবি বেশ গুরুত্বের সাথেই তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০১৭ সালের ডিসেম্বর মাসে বইটির প্রকাশনার সময় উল্লেখ করা হলেও বইটি ছাপা হয়েছে তারও অনেক পড়ে। মূল বইয়ের ৩৪৩ পৃষ্ঠায় আইযুব খানের দুইটি ছবি ছাপা হয়েছে। প্রথম ছবিটির নীচে ক্যাপশন দেয়া হয়েছে, “স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকার মতিঝিলস্থ প্রধান ভবনের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান (১০ ডিসেম্ভব ১৯৬৮)।” ছবিটিতে দেখা যায় আইয়ুব খান বসে স্বাক্ষর করছেন, আর তার পিছনে সামরিক বেসামরিক কর্মকর্তারা দাড়িয়ে আছেন।

একই পৃষ্ঠায় দাঁড়ানো অবস্থায় আইয়ুব খানের আরেকটি ছবি রয়েছে। যেখানে ছবিতে আইয়ুব খানের পিছনে কয়েকজন বেসামরিক লোক দাঁড়িয়ে আছেন। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে “ পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান ও স্টেট ব্যাংক অব পাকিস্তান, ঢাকার প্রধান ভবনের  কর্মকর্তারা (সন ১৯৬৮)।

এছাড়া বইটির ৮২তম পৃষ্ঠায় আইয়ুব খানের ব্যাংক উদ্বোধনের আরেকটি ছবি রয়েছে। ছবিতে দেখানো হয়েছে, আইয়ুব খান চাবি দিয়ে তালা খুলছেন। ছবির নীচে ক্যাপশন লেখা হয়েছে, “পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান ১০ ডিসেম্বর ১৯৬৮ তারিখে স্টেট ব্যাংক অব পাকিস্তান, ঢাকার নতুন ভবন উদ্বোধন করেন।”

এছাড়াও বইটির ৮৩ পৃষ্ঠায় স্থান পেয়েছে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান টুপি পরিহিত অবস্থায় মঞ্চে বসে আসেন এমন একটি ছবি। এই ছবির ক্যাপশনে লিখা হয়েছে- “স্টেট ব্যাংক অব পাকিস্তানের ডিজি অফিস ভবনের (বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবন) উদ্বোধন অনুষ্ঠান (১০.১২.১৯৬৮)” প্রত্যেকটি ছবি আর্ট পেপারে মুদ্রিত।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ৮৪তম পৃষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্পষ্ট ও অপেক্ষাকৃত ছোট একটি ছবি স্থান পেয়েছে। ১৯৯৬ সালে প্রথম মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের উদ্বোধন ছবি এটি। ছবির নীচে ক্যাপশন লিখা হয়েছে, “বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের দ্বিতীয় সংলগ্নী ভবনের উদ্বোধন” । কে উদ্বোধন করছেন তার নামটিও লেখা হয়নি।

এদিকে, বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা বইয়ের মুখবন্ধে গভর্নর কিভাবে স্বাক্ষর করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী মহল। তিনি আদর্শিকভাবে কোন দলের হয়ে কাজ করছেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুইজন কর্মকর্তার কারণে তিনি সোনার কেলেঙ্কারি, ঢাকা ব্যাংকের নানা অনিয়মের পরও বহাল তবিয়তে গভর্নরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু এবার আর তিনি পার পাচ্ছেন না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তার স্থলে নতুন কাউকে বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। এক্ষেত্রে ৫ জনের তালিকা থেকেই যে কেউ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে পারেন। সূত্র: ভোরের পাতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়