শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাস্তির বদলে দিচ্ছে শান্তির শিক্ষা!

ডেস্ক রিপোর্ট: শাস্তির আদেশ নিয়ে আসা কয়েদিদের জন্য নতুন এক কার্যকরী উদ্যোগ নিয়েছে নাটোর জেলা কারাগার।

বিরক্তিকর সময় কাটানোর পরিবর্তে কর্মযজ্ঞে মেতেছেন সশ্রম দণ্ডাদেশপ্রাপ্তরা। বাইরে গিয়েও যেন অার অপরাধ করতে না হয় সেই শিক্ষাই দেয়া হচ্ছে। পড়াশোনা, খেলাধূলার পাশাপাশি কুটির শিল্প, সেলাই, বাগান করা ইত্যাদি কাজে নিয়োজিত হয়ে ব্যস্ত সময় অতিক্রম করছেন এখন তারা।

শহরের বড় হরিশপুর এলাকায় নাটোর জেলা কারাগারের অভ্যন্তরে চালু করা হয়েছে বন্দী প্রশিক্ষণ, সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র। কেন্দ্রে যুগপৎভাবে চলছে বাঁশ দিয়ে রকমারি পণ্য তৈরি আর সেলাই কার্যক্রম। রাজশাহী কারাগার থেকে বাঁশের রকমারি পণ্য তৈরির কৌশল রপ্ত করেছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ও হারুনর রশীদ। এই দু’জনের কাছে কাজ শিখে নিয়েছেন নাটোর জেলা কারাগারের অসংখ্য কয়েদি। বর্তমানে কাজ করছেন প্রায় ১৫ জন বলে জানালেন কেন্দ্রের ওয়ার্ডার ইকবাল।

তাদের সুনিপুন হাতে তৈরি হচ্ছে বসার মোড়া, কলমদানী, বাঁশের বেড ঝাড়– আর ছনের ঝাড়ু।

জানা গেল, এই কর্মযজ্ঞ শুরু হওয়ার পর গত ছয় মাসে এই কেন্দ্রে উৎপাদিত এক লক্ষ টাকার পণ্য বিক্রি হয়েছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও কারা সপ্তাহ উপলক্ষ্যে কারা ফটকের গেটে স্থাপিত স্টল থেকে। কেন্দ্রের সেলাই কার্যক্রমও চলছে সমান গতিতে। জেলখানার দন্ডপ্রাপ্ত বন্দীরা সেলাই প্রশিক্ষণ নিয়ে কাজ করতে করতে এখন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশিক্ষক হয়ে গেছেন। এক্ষেত্রে বন্দী সুজনের কাছ থেকে অন্যরা বেশি কাজ শিখেছেন, জানালেন ওয়ার্ডার ইকবাল।

যেকোনো সেলাই কাজই করতে পারছেন তারা। নাটোর জেলা কারাগারে কর্মরত ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর দুই সেট করে ইউনিফর্ম তৈরি করে দিয়েছেন তারা। সমাজ সেবা বিভাগ থেকে দেয়া ১৪টি সেলাই ও একটি ওভারলুপ মেশিনে কাজ চলছে। বাইরের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কম খরচে কারাগারের সেলাই কেন্দ্র থেকে পোষাক তৈরি করে নিতে পারবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগার অভ্যন্তরের আঙ্গিনায় তৈরি হয়েছে ফুল, ফল আর সবজির বাগান। আঙ্গিনায় চাষ করা সবজির ডাটা প্রায় খাওয়ার উপযোগী পর্যায়ে। প্রস্তুতি চলছে শীত মৌসুমের সবজি চাষের। অর্ধশত আম, লিচু আর কাঁঠাল গাছ বন্দীদের মৌসুমী ফলের চাহিদা পূরণ করেছে ভালোভাবেই। বাগান তৈরি আর গাছের পরিচর্যায় বন্দীদের ভূমিকাই প্রধান।

কারা অভ্যন্তরে পরিচালিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত দুইটি গণশিক্ষা কেন্দ্র। সপ্তাহের পাঁচদিনে শতাধিক শিক্ষার্থী এই কেন্দ্রে পাঠ নিচ্ছেন। যে বন্দী একেবারে নিরক্ষর হয়ে কারাগারে এসেছিলেন, গণশিক্ষা কেন্দ্র থেকে লেখাপড়া ও হিসাব করা শিখে তিনি বের হচ্ছেন। কিছু না পারলেও অন্তত স্বাক্ষর করার সক্ষমতা তৈরী হচ্ছেই।

ধর্মীয় শিক্ষায় পিছিয়ে নেই এই কারাগারের বন্দীরা। প্রতিদিন ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিগত রমজান মাসে সম্মিলিতভাবে কারাবন্দীরা ৪২টি কোরআন খতম দিয়েছেন বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আর কারা অভ্যন্তরের আটার মিলে কাজ করছেন অনেক কয়েদী।

ক্যারাম, লুডু, দাবা, ব্যাডমিন্টন আর ভলিবলেও আগ্রহ অনেক বন্দীর। ওয়ার্ডগুলোতে রয়েছে টেলিভিশন। কারাগারের তিনজন বন্দী নিজেদের খরচে দৈনিক সংবাদপত্রও রাখছেন।

দন্ডাদেশ ভোগ করে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন শহরের বড় হরিশপুর এলাকার সোহরাব কাজীর ছেলে আব্বাস কাজী। তিনি বলেন, কাজ করাতে কারাগারে সময় ভালো কেটেছে, শরীর ও মন ভালো ছিল। কারাগারে ধর্মীয় পড়াশুনা, স্যারদের কথাবার্তা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তাই আর কখনো অন্ধকারের পথে চলবো না, সামনের দিনে আমি আলোর পথের অভিযাত্রী- এমন দৃঢ প্রতিজ্ঞার কথা জানালেন সদ্য কারাগার থেকে বের হওয়া নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার কামাল শেখের ছেলে মাহাবুবুল শেখ।

নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারে কর্মরত সকল কর্মীরাই মানবতাবোধে উজ্জীবিত। সর্বোচ্চ মানবাধিকার সংরক্ষণ করে এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দীদের উপর কোন নির্যাতন নেই। বরং কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে নিরন্তর প্রচেস্টায় আমরা সর্বদা সক্রিয়। কারাগারের ওয়ার্ডে ওয়ার্ডে বন্দীদের নিয়মিত কাউন্সেলিং করা হয়। এরফলে অনেকেই বন্দীদশা থেকে বের হয়ে সুপথে চলেন।

কারাগারে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদীদের সময় ভালো কাটে, শরীর ও মন ভালো থাকে। তারা দণ্ডাদেশের এক চতুর্থাংশ সময় রেয়াত পান বলে জানালেন ওই কারা কর্মকর্তা।

নাটোরের ডিসি শাহিনা খাতুন বলেন, কারাগারের বন্দী জীবনকে অন্ধকারে ঢেকে না দিয়ে পড়াশোনা, খেলাধূলা ও বিভিন্ন কায়িক পরিশ্রমের কাজে নিয়োজিত এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের অপরাধপ্রবণ মানসিক অবন্থার পরিবর্তন ঘটাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এ লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখছে। সূত্র: ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়