শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিশোধিত মূলধনের শর্ত না মানায় ১৬ বীমা কোম্পানিকে আইডিআরএর শোকজ

ফয়সাল মেহেদী: নির্ধারিত সময়ের মধ্যে সর্বনিম্ন পরিশোধিত মূলধনের শর্ত পূরণ না করে আইন লঙ্ঘণ করায় বেসরকারি ১৬ নন-লাইফ বীমা কোম্পানিকে শোকজ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কেন শর্ত পূরণ করা হয়নি তার জবাব চেয়ে সম্প্রতি আইডিআরএ কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে।

জানা গেছে, বীমা আইন-২০১০ এর ২১ ধারার বিধান এবং তফসিল-১ অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানির পরিশোধিত মূলধন সর্বনিম্ন ৪০ কোটি টাকা থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশের নন-লাইফ কোম্পানিগুলোর মধ্যে ১৬টির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে। এর ব্যাখ্যা চেয়ে কোম্পানিগুলোকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে এ সপ্তাহে বৈঠকে বসবে আইডিআরএ। এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য ড. এম মোশারফ হোসেন এফসিএ বলেন, আমরা চাই পরিশোধিত মূলধনের শর্ত পূরণ করে এ সংক্রান্ত আইনটা সবাই মেনে চলুক। ইতোমধ্যে ব্যাখ্যা চেয়ে কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে এ সপ্তাহে আমরা ফলোআপে যাব।

আইডিআরএর তথ্যানুসারে, পরিশোধিত মূলধনের শর্ত না মানা কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বিডি, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

আইডিআরএর তথ্যমতে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে প্রভাতী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। আর রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২ লাখ টাকা, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ২৪ কোটি টাকা, সিকদার ইন্স্যুরেন্সের ২৪ কোটি টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৩৪ লাখ টাকা, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের ৬ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৮ লাখ টাকা। এ ছাড়াও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ৯০ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৯২ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩৫ কোটি ৩ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৮২ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৯৪ লাখ টাকা, জনতা ইন্স্যুরেন্সের ৩৮ কোটি ৩৫ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ৬ কোটি ৯০ লাখ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ৩৫ কোটি ২৭ লাখ টাকা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২৮ কোটি ৭৬ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়