শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় ককটেলসহ শিবিরের ৯ নেতাকর্মী আটক

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবা দুপুরে দামুড়হুদা ইউনিয়ন পরিষদে নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলেন-দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের জুল হকের ছেলে দরুদ আলী(১৯) ও হাসান আলী(১৮),একই গ্রামের আব্দুল গনির ছেলে মোমিনুল ইসলাম(২২),শামসুল হকের ছেলে তরিকুল ইসলাম(২০) ও আলমগীর হোসেন(১৮), মোহাম্মদ আলীর ছেলে মুসা করিম(১৮),নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (১৯), মোক্তারপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ(২৪) এবং একই গ্রামের আশাদুল হকের ছেলে শামিম রেজা (২৪)।
দামুরহুদা থানা পুলিশ জানায়, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন চেয়ারম্যান ও জামায়াত নেতা শরিফুল আলম মিল্টন শিবিরের একদল নেতাকর্মীকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই রাজিব হাসান,এস আই আমজাদ হোসেন,এসআই কামরুল হাসান, এসআই কাজী শামসুল আলম ও এএসআই এসআই কামরুজ্জামান বকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় শিবিরের ৯ নেতাকর্মীকে। এসময় উদ্ধার করা হয় ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ।
এব্যপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে দামুড়হুদা ইউপি চেয়ারম্যান ও তার জামাত শিবিরের নেতা কর্মীরা গোপনে মিটিংকরতে ছিলো। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান শফিকুল ইসলাম পালিয়ে গেলেও তার সহযোগী ৯শিবির নেতাকর্মীকে ১০টি তাঁজা ককটেল ও চাঁদার রসিদসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন জানান-উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ইউনিয়ন পরিষদে কার্যালয়ে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানোর জন্য স্থানীয় যুবকদের ২ টি টিমকে ডাকা হয়। সেখানে মিটিং শেষ হলে একটি টিম চলে গেলেও অপর টিমটি বসে ছিল । এ সময় উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে পরিষদ থেকে কেউ একজন পুলিশ ভুল সংবাদ দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়