শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ফের ১০৭ কেজি এনপিএস জব্দ

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাতের আরো একটি চালান ধরা পড়েছে। চালানটির বাজারমূল্য ১৬ লাখ টাকা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে ১০৭ দশমিক ৭ কেজি ওজনের এই মাদকের চালানটি জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও শুল্ক গোয়েন্দ ও তদন্ত অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম সিকদার জানান, রাজধানীর নয়া পল্টনের একটি প্রতিষ্ঠানের নামে ‘গ্রিন টি’ হিসেবে এই চালানটি আমদানি করা হয়েছে। গোপন সংবাদে ৬ কার্টনে ১০৭ কেজি ওজনের এনপিএস মাদকের চালানটি জব্দ করা হয়। চালানটি আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে ভারতের মুম্বাই হয়ে বাংলাদেশে ঢোকে। তবে চালানটি দেশের বাজারে ছড়িয়ে দিতে নাকি অন্য দেশে পাঠানোর জন্য আনা হয়েছে, সে বিষয় কিছুই জানা যায়নি। তিনি আরো জানান, এই চালানটি আনার ক্ষেত্রে চতুরতার আশ্রয় নিয়েছিল মাদক চোরাকারবারিরা। দেশে জব্দ হওয়া এ যাবৎ প্রতিটি চালানের কার্টনের গায়ে ‘গ্রিন টি’ বা ‘অ্যারাবিয়ান টি’ লেখা থাকলেও এবার তার কিছুই করা হয়নি। তারপরও শুল্ক গোয়েন্দারা চালানটি ধরতে সক্ষম হয় এবং পরে তা ডিএনসি কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। চোরাকারবারিদের ধরতে চেষ্টা চলছে।

সর্বশেষ সোমবার অ্যারাবিয়ান টি নামে আসা একটি ১৮ কেজি ওজনের নতুন এই মাদকের একটি চালান জব্দ করে ডিএনসি। এরপর ১৫ সেপ্টেম্বর ২০ কেজি, ১৪ সেপ্টেম্বর ১২০ কেজি ওজনের একটি চালান জব্দ হয়।

গত ৩১ আগস্ট বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৮৬১ কেজি ‘এনপিএস’ বা ‘খাট’ জব্দ করা হয়। ওই ঘটনায় আমদানিকারক মোহাম্মদ নাজিমকে গ্রেফতার করে ডিএনসি। তিনি এখন কারাগারে। এরপর থেকে প্রায় প্রতিদিনই এনপিএস মাদকের চালান জব্দ হচ্ছে।

এদিকে গত ১১ সেপ্টেম্বর বিমানবন্দরে ১ হাজার ৬শ’ কেজি এনপিএস জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এটি এখন পর্যন্ত জব্দ হওয়া নতুন মাদকের সবচেয়ে বড় চালান। ১০ সেপ্টেম্বর বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস থেকে প্রায় ১৩৫ কেজি এনপিএস জব্দ করা হয়। গত ৮ সেপ্টেম্বর বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউজ ও জাতীয় নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে জব্দ হয় ১৬০ কেজি। দেশে নতুন এই মাদকটি আফ্রিকার দেশ ইথিওপিয়ার গাঁজা নামেও পরিচিত। এ নিয়ে আড়াই হাজার কেজিরও বেশি মাদক জব্দ হলো।

ডিএনসির কর্মকর্তারা জানান, ‘এনপিএস’ বা ‘খাট’ মাদকটি দেখতে অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। এর প্রতিক্রিয়া অনেকটা ইয়াবার মতো। এক ধরনের গাছ থেকে এই ‘খাট’ বা এনপিএস’ তৈরি হয়। এটি ‘খ’ ক্যাটাগরির মাদক। আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া ও ইয়েমেনে এসব গাছ পাওয়া যায়। এই নেশাদ্রব্যটি আফ্রিকার দেশগুলোতে অনেক আগে থেকেই প্রচলিত। তবে ইদানিং বিভিন্ন দেশে হেরোইন বা ইয়াবার মতো মাদকের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভেষজ নেশার পাতা। এই নেশাদ্রব্য যৌন উদ্দীপনা বাড়াতে বা দীর্ঘ সময় জেগে থাকতে সাহায্য করে বলে ধারণা করা হয়। তবে এটি সেবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়