শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমুদ্রগামী জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস

আসাদুজ্জামান সম্রাট : সমুদ্রগামী জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জেলেদের জীবন-মান উন্নয়নে কর্মরত উন্নয়ন সংস্থা ‘এ্যান অর্গানাইজেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভলপমেন্ট’ (এ্যাওসেড)’র পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি গ্রহণকালে তিনি এই আশ্বান দেন।

এসময় মন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসছে মাছ রপ্তানী থেকে। এই মাছ উৎপাদনের সঙ্গে জড়িতদের ভাগ্যোন্নয়নেও সরকার পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে গভীর সুমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেদের দূর্যোগের সতর্কতা সংকেত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দূর্যোগে তাদের কিভাবে ট্রাকিং করা যায় তা নিয়েও কাজ চলছে। এছাড়াও উপক‚লের জেলেদের নিয়ে একটি বড় প্রকল্পের কাজ চলছে বলেও তিনি জানান।

এ্যাওসেড’র পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে ৬ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। ওই দাবিগুলোর মধ্যে রয়েছে- সমূদ্রগামী জেলেদের সহজ শর্তে ব্যংক ঋণ, সাধারণ বীমা ও জীবন বীমায় অন্তর্ভূক্ত করা, আধুনিক তথ্য-প্রযূক্তির মাধ্যমে সমুদ্রের আবহাওয়া সংবাদ জেলেদের কাছে পৌছানোর কার্যকারী উদ্যোগ গ্রহণ, আধুনিক প্রযুক্তি ও নিরাপদ সরঞ্জামাদী ব্যবহারে জেলেদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ ও টেলিকমিউনিকেশনের মাধ্যমে সমুদ্রে মাছ ধরাকালীন সময়ে জেলেদের নৌকার অবস্থান পর্যবেক্ষণ ও প্রয়োজনে তাদের সার্বিক সহযোগিতা প্রদানে ব্যবস্থা গ্রহণ এবং সমুদ্রের নিকটবর্তী দ্বীপ ও চর সমূহে দূর্যোগের সময়ে জেলেদের নিরাপদ আশ্রয়স্থল স্থাপন ও মাছ ধরার সময়ে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামীম আফরীন, ভ‚মিহীন সংগঠক জালাল উদ্দিন, সাংবাদিক নিখিল ভদ্র, এ্যাওসেড’র প্রশাসনিক কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়