শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তমা সাহা’র প্রথম একক চিত্র প্রদর্শনী ‘উর্মি মুখর’

আহমেদ জাবের চৌধুরী: তমা সাহা চিত্রাঙ্কন ভুবনে সুপরিচিত নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০তম ব্যাচের মেধাবী মুখ এই তমা সাহা। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে বেশ কিছু যৌথ প্রদর্শনীতে অংশ নিয়ে আলোচিত হয়েছেন। বোদ্ধা মহলের নজর কেড়েছেন। ধারণা করা যায়, অদূর ভবিষ্যতে তমা সাহা চিত্রকলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সরকারি চাকুরিজীবী বাবা চিত্রকলা পছন্দ করতেন। বোন ত্রাতার ভূমিকায় ছিলেন অবিচল। সবসময় উৎসাহ যুগিয়েছেন সামনে থেকে। ছোট বেলায় দৈনিক আজকের পাতায় ছোটদের চিত্রাঙ্কন অনুকরণ করতেন। সেই পথচলা আজও অনুপ্রেরণা দেয়। স্বপ্ন দেখেন নিজেকে ছাড়িয়ে যাবার।


স্বপ্ন দেখেন দেশকে বুকে ধারণ করে লাল সবুজের প্রতিনিধিত্ব করার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রথমবারের মতো একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। ৪-১০ অক্টোবর ২০১৮ সপ্তাহব্যাপী প্রদর্শনী চলবে বিশ্বসাহিত্য কেন্দ্র ১৭, ময়মনসিংহ রোড, বাংলা মটর, ঢাকা। মূলত স্বামীর এবং বন্ধুদের উৎসাহে একক আয়োজন করতে যাচ্ছেন তিনি।

মাইমেন নিউজ ডটকম জানতে চাইলে, তিনি বলেন ‘ঊর্মি মুখর’ নামে আমার প্রথম একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রে। আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত। আশা করছি চিত্রকলা প্রেমিদের মিলন মেলায় মুখর থাকবে স্পট। তিনি সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়