শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি সংকট দূরীকরণের লক্ষ্যে পতিত জায়গায় পুকুর খনন

মো. নুরুল করিম আরমান, লামা : মাছ চাষের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকট দূরীকরণের লক্ষ্যে বান্দরবানের লামা পৌরসভার এলাকায় পুকুর খনন করছে, বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প।

পৌরসভার হরিণঝিরি লতিফ মেম্বার পাড়ার বাসিন্দা ছায়েরা বেগমের পতিত জায়গায় ওপর সোমবার দুপুরে কোদাল দিয়ে মাটি কাটার মধ্য দিয়ে এ পুকুর খনন উদ্বোধন করেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। এর আগে এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক মাহফুজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর হাবিল মিয়া, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.মামুন সিকদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ বিশেষ অতিথি ছিলেন।

এসময় প্রকল্পের মাঠ সহায়কগণও উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, মাছ চাষের মাধ্যমে স্থানীয় হতদরিদ্রদের তথা আর্থ-সামাজিক উন্নয়ন ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকট দূরীকরণের লক্ষ্যে পুকুরটি খননের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইতিমধ্যে এলাকার ১০জন হতদরিদ্র ও বিধবা নারীকে নিয়ে একটি দলও গঠন করা হয়।

পুকুর খননের পর এ দলের সদস্যদেরকে মাছ চাষের ওপর প্রশিক্ষণসহ মাছের পোনা ও মাছের খাবার দেয়া হবে। তারা আগামী ৫ বছর পর্যন্ত এ পুকুরে মাছ চাষ করবেন। আর উৎপাদিত মাছ বিক্রি করে যা লাভ হবে, প্রত্যেক সদস্য তার সমান ভাগ পাবেন। এ লাভের অংশ দিয়ে নিজেদের অবস্থার উন্নয়ন করার আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়