শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া তদন্ত সম্পর্কিত আরও তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের

সান্দ্রা নন্দিনী: রাশিয়া তদন্ত সম্পর্কিত অন্যান্য আরও বিভিন্ন তথ্যাদি প্রকাশ করতে মার্কিন আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় রাশিয়ার কোনও ভূমিকা ছিলো কিনা তা তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। তবে ট্রাম্প বরাবরই একে ‘ভাওতাবাজি’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়ে এসেছেন।

হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, ট্রাম্প তার সাবেক প্রচারণা উপদেষ্টা কার্টার পেজের ওপর নজরদারি সংক্রান্ত ২০টি বাড়তি পরোয়ানা প্রকাশ করতে মার্কিন আইন মন্ত্রণালয় ও ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালককে নির্দেশ দেন। ট্রাম্পের এই নির্দেশ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা তদন্ত নিয়ে দেশটির আইন বিভাগের সাথে তার স্নায়ুযুদ্ধে নামার বহিঃপ্রকাশ।

এছাড়া, এফবিআই’র সাথে আইন বিভাগের কর্মকর্তা ব্রুস ওহরের সাক্ষাৎকার প্রতিবেদনটিও প্রকাশের নির্দেশ দেন ট্রাম্প। এর পাশাপাশি কোনরকম সম্পাদনা ছাড়াই সাবেক এফবিআই পরিচালক জেমস কমে, সাবেক ডেপুটি পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবে ও অন্যান্য এফবিআই কর্মকর্তার মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তের সাথে সম্পর্কিত এসএমএস-গুলো প্রকাশ করতেও আইন বিভাগকে আহ্বান জানান তিনি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়