শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উরু কামড়ে ছিঁড়ে নিল হাঙর, মার্কিন যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ম্যাসাচুসেটসসে গত আট দশকে এই প্রথমবার হাঙরের আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। কেপ কডে হাঙরের আঘাতের কারণে মারা যান ওই ব্যক্তি।

স্থানীয়রা নিউকোম্ব হলো বিচ থেকে ওই ব্যক্তির সঙ্গে থাকা ২৬ বছর বয়সী অন্যজনকেও উদ্ধার করেন। আক্রান্ত ওই ব্যক্তিকে কেপ কড হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। বস্টন গ্লোব জানিয়েছে, নিহতের নাম আর্থার মেডিসি। ম্যাসাচুসেটসের রিভিয়ারেই বাড়ি তার।

ন্যাশনাল পার্ক সার্ভিস কেপ কড জাতীয় সমুদ্রতীরের রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা টুইট করে জানিয়েছে, সৈকত থেকে কিছুটা দূরে ঘটেছে দুর্ঘটনাটি।

কেপ কোড টাইমসের মতে, কেপ কডের জেলা অ্যাটর্নি এই ঘটনার তদন্তের ভার নিয়েছেন। ওই এলাকায় সীলের জনসংখ্যা বেড়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হাঙরের সংখ্যাও বাড়ছিল। ওই অঞ্চলে ১০ থেকে ১২ ফুট সাদা হাঙর দেখা যাচ্ছে বলে সাম্প্রতিক রিপোর্টেও জানানো হয়েছে।

শিকার ভেবে অনেক সময় মানুষের ওপরই ভুল করে আক্রমণ করে বসে হাঙরেরা। রিপোর্ট অনুযায়ী, ১২ ফুট দীর্ঘ, ১,২০০ পাউন্ড সাদা হাঙরকে মুখ হাঁ করা অবস্থায় দেখা গেছে, যা সত্যিই ভয়ঙ্কর।

ম্যাসাচুসেটসে শেষবার হাঙ্গর আক্রমণের ঘটনা ঘটে ৮২ বছর আগে। ১৯৩৬ সালে বুজার্ডস বে’র মাট্টাপয়সেটের কাছে সাদা হাঙরের আক্রমণে মৃত্যু হয় ১৬ বছর বয়সী জোসেফ ট্রয় জুনিয়রের।

স্থানীয় জেলে এবং সার্ফার জো বুথ, সৈকত থেকে এই হাঙর আক্রমণের ঘটনাটি দেখেন। তার কথায়, লেজের অতর্কিত হামলায় পড়ে যায় আর্থার। অন্য একজন জানিয়েছেন, ডান উরুতে কামড়ে দেয় ওই হাঙরটি। প্রচণ্ড রক্তক্ষরণ হয় আর তিনি অচেতন হয়ে পড়েন।

'আমি দেখলাম মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে, পায়ের দিকে গিয়ে দেখলাম পা নেই বললেই চলে। হাড় বেরিয়ে পড়েছে।' বলেন স্থানীয় একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক। ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারীদের ২০ মিনিট সময় লেগেছে। অধিক রক্তক্ষরণেই মৃত্যু হয় আর্থারের।
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়