শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধকারে নালীতাবাড়ী , শহর বিক্ষোভে

তপু হারুন, শেরপুর : গত ৩ দিন বিদ্যুৎ নেই নালীতাবাড়ী। অন্ধকারে ডুবে আছে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের বাজার ছিটপাড়া মহল্লার বৃহৎ একটি অংশ। ফলে জনভোগান্তি পৌছেছে চরমে। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় আপদকালীন কোন ব্যবস্থা না থাকায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

এদিকে ৩ দিনেও বিদ্যুৎ সংযোগ চালু করতে না পারায় মহল্লাবাসী মাইকিং করে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, গত শুক্রবার থেকে শহরের ছিটপাড়া মহল্লায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে ছিটপাড়া মহল্লার ৫ ও ৬ নং ওয়ার্ডের উল্লেখযোগ্য একটি মহল্লা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কর্মকর্তাকে জানানো হলেও অতিরিক্ত ট্রান্সফরমার না থাকায় সোমবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি।

ফলে বিক্ষুব্ধ হয়ে পড়ে ভুক্তভোগী মহল্লাবাসী। সোমবার বিকেলে মাইকিং করে মহল্লাবাসীকে স্থানীয় ময়না রাইচ মিল এলাকায় জমায়েত করে প্রায় দেড় শতাধিক এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে অবস্থান নেয়। এসময় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক সমস্যা সমাধানের আশ^াস দিলে এলাকাবাসী ফিরে আসেন।
আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কর্মকর্তা ইয়াহিয়া খান জানান, ট্রান্সফরমারে জন্য আবেদন করা হয়েছে। আশাকরি মঙ্গলবার পেয়ে যাব। পাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।

নালীতাবাড়ীর সিটপাড়া বাসিন্দা নাম প্রকাশে অনিশ্চুক তিনি ষ্পষ্ট ভাষায় বলেন। একটি মহল, সরকার এবং বাংলার অগ্নি কন্যা সফল কৃষিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্নকরতেই, কিছু অসাধু বিদ্যুৎ বিভাগের কর্মচারীর যোগসাযোগে নালীতাবাড়ীর নির্বাচিত এলাকায় এ সমস্তো কাজ করছে বলে তিনি বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়