শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতার পা ধোয়া পানি খেলেন কর্মী

ডেস্ক রিপোর্ট : নেতা বলে কথা! তাও আবার তিনি যদি হন ক্ষমতাসীন দলের। সেক্ষেত্রে তো কথাই নাই। ওই নেতার জন্য কতটা করা যায়; তারই প্রমাণ রাখলেন ভারতের ঝড়খন্ড রাজ্যের পবন শাহ নামের এক ব্যক্তি।

এই বিজেপি কর্মী প্রথমে এক নেতার পা ধুয়ে দিয়েছেন। সেখানেই থেমে থাকেননি পবন। সেই পা ধোয়া ময়লা পানিও খেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওই বিজেপি নেতা নিশিকান্ত দুবে।

রোববার ঝাড়খন্ডের গোড্ডায় এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, গোড্ডায় বিজেপির প্রচারণা সমাবেশে দুবে নিজের বক্তৃতা শেষ করার পর বিজেপির কর্মী পবন পিতলের থালা ও একটা লোটা নিয়ে তার পায়ের কাছে বসেন। এরপর পবন দুবের পা ধোয়, কাপড় দিয়ে পা মুছিয়ে দেয় ও থালায় থাকা পা ধোয়া পানি পান করেন।

এ সময় উপস্থিত বিজেপি কর্মীরা ‘পবন ভাই জিন্দাবাদ’ বলে আওয়াজ তোলে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সমালোচনার মুখে পড়া দুবে ফেসবুক স্ট্যাটাসে বলেন, তার প্রতি সমর্থকদের ভালবাসাটা বুঝতে যারা অক্ষম তারাই তার সমালোচনা করছেন। ঝাড়খন্ডে এই প্রথা খুবই পরিচিত। মহাভারতেও সুদমার জন্য শ্রী কৃষ্ণ এমন করেছিলেন। এমন দিন আসবে হয়তো আমি পবনের পা ধুয়ে দেয়ার সুযোগ পাবো। আমার প্রতি এটা সমর্থকদের ভালোবাসা, তাদের জন্যই আমি এখানে।

নেতার পা ধুয়ে খাওয়ার পর পবনও তোপের মুখে পড়েছেন। যারা তার সমালোচনা করছে তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তিনি।

পবন বলেন, এটা নিয়ে রাজনীতির সুযোগ নেই। আমি তার পা ধুয়ে পানি খেয়ে কী অপরাধ করেছি? এটা ছিল আমার অনুভূতি। দুবে আমার বড় ভাইয়ের মতো।

কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) দুবের সমালোচনা করেছে। তারা বলেছে, বিজেপি নেতাদের দাম্ভিকতা চরম অবস্থায় পৌঁছেছে।
সূত্র : চ্যানেল আই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়