শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউখালীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হাবিবুল্লাহ

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে ১৯টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এরমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. হাবিবুল্লাহ ফকির।

এ ছাড়া ৩২ নং নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলি রানী ঘোষ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। আর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন- নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমদ প্রমুখ। হাবিবুল্লাহ ফকির ও পলি ঘোষ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি লিটন কৃষ্ণ কর, সাধারণ সম্পাদক আল মামুন খান।

এছাড়া প্রাথমিক শিক্ষক পরিবার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়