শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের সঙ্গে গোল গড়েও চোখ ছিল বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট : এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের ‘এফ’ গ্রুপের বাছাইয়ে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছে বাংলাদেশের কিশোরীরা। ৫টি গোল অফসাইডে বাতিল না হলে ব্যবধান বড় হতে পারতো আরও। তবে ১০ গোলের জয় তো আর চাট্টিখানি কথা না। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য জানালেন জয়ের সঙ্গে গোল ব্যবধানেও নজর ছিল তার দলের।

ঢাকায় ‘এ’ গ্রুপের বাছাইয়ে স্বাগতিকরাসহ খেলছে মোট ৫ দল। বিভিন্ন দেশে মোট ছয়টি গ্রুপের খেলা শুরু হয়েছে একযোগে। গ্রুপ পর্ব শেষে ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ খেলবে দ্বিতীয় পর্বে। বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় পর্বে খেলা। এজন্য ২০১৬ সালের মতো চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য মেয়েদের। যদিও আগেরবার চ্যাম্পিয়ন হলেই নিশ্চিত ছিল মূল পর্ব। এবার দল বাড়ায় দ্বিতীয় পর্ব খেলে যেতে হবে মূল পর্বে।

বাংলাদেশ প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করতে পেরে খুশি। মেয়েদের কোচ ছোটন জানালেন, ‘প্রথম ম্যাচ বলে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মেয়েরা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছে। আমরা ভালোভাবেই শেষ করেছি। এখন আমাদের লক্ষ্য পরবর্তী ম্যাচ নিয়ে।’

এই আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হতে পারে লেবানন যারা বাহরাইনকে দিয়েছে ৮ গোল। বাংলাদেশ কোচ তাই বড় ব্যবধানে জয়ের প্রসঙ্গটি নিয়ে বললেন এভাবে, ‘যেহেতু আমাদের লক্ষ্য এই গ্রুপ থেকে কোয়ালিফাই করা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আমাদের জিততেও হবে এবং গোল এভারেজও খেয়াল রাখতে হবে। মেয়েরা সব কাজ সঠিকভাবেই করতে পেরেছে।’

অফসাইডে ৫ গোল বাতিল হলেও কয়েকটি গোল বাতিল নিয়ে কিছুটা সংশয় আছে ছোটনেরও। তবে রেফারিকে কাঠগড়ায় তুলতে চাইলেন না তিনি, ‘অফসাইড খেলার অংশ। কয়েকটি অবশ্য মনে হয়েছে অফসাইড ছিল কি ছিল না। রেফারি যেটা ভালো মনে করেছে সেটাই দিয়ে। সেই সিদ্ধান্তকেই আমাদের চূড়ান্ত বলে মানতে হবে।’

তবে এতো ব্যবধানে জয়ের পরও আক্রমণভাগে মেয়েদের সমন্বয় নিয়ে প্রশ্ন শুনতে হলো কোচকে। গোলাম রব্বানী ছোটন অবশ্য সেই প্রশ্নের সঙ্গে একমত নন কিছুতেই। বরং মেয়েদের বাহবা দিয়ে তিনি বলছেন, ‘৫ মিনিট হয়তো এলোমেলো হতে পারে। কিন্তু ৮৫ মিনিট আমাদের নিয়ন্ত্রণে ছিল খেলা। বল পজিশন বলেন বা অন্য কিছু, সবদিকেই আমাদের মেয়েরা এগিয়ে ছিল।’

মেয়েদের গোলগুলো বেশির ভাগই এসেছে দূর পাল্লার শটে। স্ট্রাইকাররা একে অপরের সঙ্গে বোঝাপড়ায় গোল করতে পেরেছে কমই। বরং অফসাইডে বাতিল হয়েছে বেশি। কোচের ব্যাখ্যা, ‘বাহরাইন দল তো নিচ থেকে উঠছিলই না। সময় নষ্ট করছিল। ওদের প্ল্যানই ছিল আসলে সময় নষ্ট করা। তখন তো আমাদের প্ল্যান বদলাতে হবে। তাই দূর থেকে শট নিয়েই তো আমাদের গোল করতে হবে। আমরা সেটাই করেছি।’

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে। বুধবার সেই ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়