শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংস আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে : কাদের

আহমেদ জাফর : অহিংস আন্দোলন করলে বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে যদি জ্বালাও পোড়াও, ভাংচুর, ধ্বংসাত্মক কর্মকান্ড করেন কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) ধানমন্ডি আওয়াামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এই সরকারের অধীনে নির্বাচন যাবে না, তাই আগামী মাসে সরকার পতনের জন্য লাগাতার আন্দোলন করবে বিএনপি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের মতো আন্দোলন করতে চাইলে জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, ভাংচুর, ধ্বংসাত্মক কর্মকান্ড, করে দেশের মধ্যে অশান্তি করতে চাইলে জনগণ তা মনে নিবে না। দেশের মানুষ এখন নির্বাচন মুখী আন্দোলনে চায় না।

তিনি বলেন, বিএনপি বলেছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ এই মিথ্যা কথা বলে বিএনপির দেশ ও জাতির সাথে প্রতারণা করেছে। জাতিসংঘ বিএনপিকে আমন্ত্রণ করলে মহাসচিব ঘানায় কেন যাবেন। জাতিসংঘের আফিসে যেয়ে বার বার অনুরোধ করার পরে বিরক্ত হয়ে তাদের বসতে দেয়া হয়েছে। বিএনপি জাতিসংঘের মহাসচিবকে নিয়েও মিথ্যাচার করেছে।

জাতীয় ঐক্যের মাধ্যেমে বিএনপি দেশে শান্তি সৃষ্টি করতে চায় এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বলেন, বিএনপির নিজেদের মধ্যে ঐক্য নাই। আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। জাতীয় ঐক্য নয়, এটা হল সাম্প্রদায়িক জাতীয় ঐক্য। নিজেদের মধ্যে তথাকথিত জাতীয়তাবাদী ঐক্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের উপকমিটির দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়