শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ৩ লাখ পদ শূন্য: জনপ্রশাসন মন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : সংসদে জন-প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৫১১টি। এসব পদের মধ্যে জন-প্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদ রয়েছে ২ হাজার ৫৯৬টি। মন্ত্রী বলেন, শূন্য পদের বিপরীতে কোন কোন দপ্তর ও সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, কিছু কিছু শূন্য পদ পদনোন্নতির মাধ্যমে পূরণ করার যোগ্য। একই সঙ্গে কিছু কিছু পদ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য বিধায় শূন্য পদ পূরণের তারিখ নিদিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় এমপি মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। একই এমপির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের অফিস আদালতে সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সেই বিষয়ে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সেবার মধ্যে সিটিজেন চার্টার অন্যতম; এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সেবা পদ্ধতি সহজী করণের উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠানে হেল্পডেস্ক স্থাপন, মাঠ প্রশাসনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন, ইলেক্ট্রনিক হাজিরা সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে ই-জিপি/ই-টেন্ডারিং চালু করা এবং সরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্ট্রেংদেনিং গর্ভনমেন্ট থ্রু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দি বিসিএস ক্যাডার অফিসিয়াল শীর্ষক প্রকল্প ফেজ-১ গ্রহণ করা হয়েছে।

সেলিম উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে প্রজাতন্ত্রে কর্মরত প্রথম শ্রেণি থেকে চতৃর্থ শ্রেণি পর্যন্ত বেতনস্কেল গ্রেডভিত্তিকভাবে পরিচিত হচ্ছে। এর আগে চাকরি বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৫ জারির পূর্বে জন-প্রশাসনের কর্মচারিগণ প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিভাজিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়