শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাইলেই চাকরি পাওয়া যায় বলে তরুণদের তোপের মুখে ম্যাক্রোঁ

লিহান লিমা: ইচ্ছে ও চেষ্টা থাকলে সহজেই চাকরি মেলে বলে মন্তব্য করে তরুণদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার এলিসি প্রাসাদে তরুণ একজন এসপাইরিং গার্ডেনারকে ক্যারিয়ার পরামর্শ দিতে গিয়ে বলেন, রেস্টুরেন্ট ও নির্মাণ খাতের মতো সেক্টরগুলোতে চাইলেই চাকরি পেতে পারেন তিনি।

ওই গার্ডেনার প্রেসিডেন্টকে বলেন, ‘আমার বয়স ২৫, আমি অনেক জায়গায় জীবন বৃত্তান্ত পাঠিয়েছি, কিন্তু কোন উত্তর পাই নি।’ উত্তরে ম্যাক্রোঁ বলেন, ‘যদি তুমি সচেষ্ট ও আগ্রহী হও, হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট ও নির্মাণ খাতের মতো এমন কোন জায়গা নেই যে, তাদের কোন লোক প্রয়োজন নেই। এটিই সত্যি।’

ওই গার্ডেনারকে ম্যাক্রোঁ দেশটির মন্টেপারনাসে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘ওই এলাকায় অনেক ক্যাফে ও রেস্টুরেন্ট আছে, আমার বিশ্বাস তুমি পাবে। এগিয়ে যাও।’ ওই যুবকটি প্রেসিডেন্টকে ‘বুঝতে পেরেছি, ধন্যবাদ’ বলে হাত মিলিয়ে চলে যায়। ওই যুবকের সঙ্গে ম্যাক্রোঁর কথোপকথনের ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। টুইটার ব্যবহারকারীরা তাকে ‘ধনীর প্রেসিডেন্ট’ বলে সম্মোধন করেন। একজন বলেন, ‘তিনি বাস্তবতার থেকে অনেক দূরে। কীভাবে একজন মানুষ ৩০ সেকেন্ডের মাথায় এমন একটি বিষয় অগ্রাহ্য করতে পারেন।’

এর আগেও ম্যাক্রোঁর ওপর সাধারণ জনগণের কথা না শোনার অভিযোগ উঠেছিল। তবে ম্যাক্রোঁর দলের প্রধান ক্রিস্টোফি কাস্টনার এই অভিযোগ প্রত্যাখান করে বলেন, প্রেসিডেন্ট মিথ্যে কিছু বলেননি। মন্টেপানাসে এলাকায় অনেক কর্মী প্রয়োজন। তিনি সত্যিটাই তুলে ধরেছেন। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়