শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বিন্দুও ছাড় দেবে না ছাত্রদল, বাসায় তল্লাশির নিন্দা

সাব্বির আহমেদ : ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন এর মিরপুর পাইকপাড়া বাসায় আজ দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী আদালতের অনুমতি ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আজ এক বিবৃতিতে নেতৃরা বলেন, পুনরায় একদলীয় সরকারের প্রবল বাসনায় শাসকদল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত ছাত্রদলের নিরীহ নেতা-কমীদের অন্যায় ভাবে গ্রেফতার করছে, তাদের বাসা-বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুঃব্যবহার করছে । আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের আজ্ঞাবহ করে ছাত্রদলকে দমন করতে প্রতিনিয়ত তাদের ব্যবহার করা হচ্ছে। এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকলে ছাত্রদল এর সমাধান রাজপথে খুজে নিবে বলে হুশিয়ার করেদেন।

তারা আরো বলেন, মামুনুর রশিদ মামুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যান্ত আস্থাভাজন সাহসী ছাত্রনেতা। কোন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দুরে রাখা যাবেনা বলে হুশিয়ার করেদেন।

নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রনেতাদের বাসায় বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাসীর নামে হয়রানী বন্ধ করার দাবি জানিয়ে বলেন নির্যাতন, হয়রাণী, গুম এবং হারানোর বেদনায় ছাত্রদল আজ ঐক্যবদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে যতই চেষ্টা করা হউক ছাত্রদল গনতন্ত্র পুনঃউদ্ধারের ব্যাপারে একবিন্দুও ছাড় দিবেনা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়