শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করবে থাইল্যান্ড : এফবিসিসিআই সভাপতি

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে থাইল্যান্ড নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেছেন, নিকটতম প্রতিবেশি হিসেবে বাংলাদেশ সরকারের আকর্ষণীয় সুবিধা গ্রহণ করে আমাদের দেশে নতুন করে বিনিয়োগ করবে।

সোমবার এফবিসিসিআই সম্মেলন কক্ষে বাংলাদেশ ও থাইল্যান্ডের ব্যবসায়িদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। থাইল্যান্ড সরকারও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আরও উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বাংলাদশের দ্রুতবর্ধমান উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তবে দেশটির সাথে এখনো দ্বিপাক্ষিক বাণিজ্য সন্তোষজনক মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা যেমন ট্যাক্স হলিডে, রপ্তানির ক্ষেত্রে শুল্কমূক্ত সুবিধা, কর্পোরেট কর সুবিধাগ্রহন করে আপনার এদেশে বিনিয়োগ করুণ। এ প্রসঙ্গে তিনি বর্তমান সরকারের দেয়া ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা নেয়ার জন্যও থাই ব্যবসায়িদের আহ্বান জানান।

১৪ সদস্য বিশিষ্ট থাইল্যান্ড বাণিজ্য প্রতনিধিদলের নেতৃত্ব দেন থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (আইটিডি)-এর নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা। এছাড়াও প্রতিনিধিদলে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের উর্ধ্বতন বিনিয়োগ প্রমোশন অফিসার আপিপং খুনাকর্নবোদিনতর এবং বিভিন্ন বাণিজ্যখাতের প্রতিনিধিবৃন্দ ছিলেন।

সভার দ্বিতীয় পর্যায়ে থাইল্যান্ড থেকে স্বাস্থ্য, কৃষি, সিরামিক, লুব্রিকেন্ট, মোটরসাইকেল, প্লাস্টিক, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদি খাতের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোর ব্যবসায়িদের সাথে বিজনেস টু বিজনেস (বি টু বি) আলোচনায় মিলিত হন।

এসময় মানু সিথিপ্রাসাসানা বলেন, বাংলাদেশ থাইল্যান্ডের ব্যবসায়িদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য। থাইল্যান্ড সরকারও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায়।

প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ৩৮.১৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য থাইল্যান্ডে রপ্তানি করে এবং থাইল্যান্ড থেকে ১১৯৩.৩০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে ওভেন গার্মেন্টস, নীটওয়্যার, প্রকৌশল পণ্য এবং হোম টেক্সটাইল। আর থাইল্যান্ড থেকে মুলত প্লাস্টিক এবং রাবার উপাদান, খণিজ দ্রব্য, বস্ত্র ও বস্ত্র সামগ্রী এবং মেশিনারি আমদানি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়