শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে পোশাক রফতানির জন্য ডিউটি ফ্রি সুবিধা চায় বিজিএমইএ

স্বপ্না চক্রবর্তী : থাইল্যান্ডকে বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র উল্লেখ করে দেশটিতে পোশাক রফতানির জন্য ডিউটি সুবিধার দাবি জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে সবুজ শিল্প স্থাপনসহ নিরাপদ কর্মপরিবেশ গড়ে উঠেছে। এখন আমরা আমেরিকাসহ বিশ্বের অন্যান্য বাজারগুলোতে কাজ করার চেষ্টা করছি। থাইল্যান্ডের মতো বন্ধুপ্রতিম দেশে আমাদের পোশাক রফতানির জন্য ডিউটি সুবিধা অত্যান্ত জরুরি।

সোমবার রাজধানীর কাওরানবাজারের বিজিএমইএ ভবনে ঢাকায় সফররত থাইল্যান্ডের ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধির সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় মোহাম্মদ নাছির আরও বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা থাইল্যান্ডে পোশাক রপ্তানি করতে আগ্রহী। কিন্তু শূল্ক বাঁধার কারনে তা সম্ভব হয় না। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহনের জন্য থাই প্রতিনিধিদলকে অনুরোধ জানান। তিনি বাংলাদেশের বস্ত্রখাতে বিশেষ করে সিনথেটিক ইয়ার্ন ও ফেব্রিক্স উৎপাদনে বিনিয়োগের জন্যও থাই প্রতিনিধিদলকে আহবান জানান। এসময় বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন করে বিনিয়োগের আহ্বান জানান।

এর প্রেক্ষিতে থাই প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসা পরিচালনা বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সরেজমিনে ধারণা গ্রহণের জন্যই ঢাকা সফরে এসেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা ভালো, আর্থ-সামাজিক অবস্থা ও জিডিপির প্রবৃদ্ধি খুব ভালো। এ দেশে বিনিয়োগের পরিবেশ আছে, যা আমাদের আকৃষ্ট করেছে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সন্তোষজনক। তাই এখানে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরেজমিনে ধারণা নিতে গতকাল রোববার তারা ঢাকায় আসেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।

বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন, বিজিএমএই এর পরিচালক মোঃ মুনির হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এইচ.এম শফিকুজ্জামানসহ বিজিএমইএ এর উর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়