শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে পুলিশ পাহারায় মৃত্যুদন্ড প্রাপ্ত রাজাকারের দাফন

স্বপন কুমার দেব, মৌলভীবাজারঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক রাজাকার মৌলভীবাজার জেলার রাজনগরের আনিছ মিয়া (৮৪) মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পলাতক ছিলেন। ১৭ সেপ্টেম্বর সোমবার ভোরে সিলেটের কোন স্থানে তার মৃত্যু হলেও দুপুর দেড়টার দিকে মৃতদেহ গ্রামের বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের পশ্চিমভাগে আনা হলে বিষয়টি জানাজানি হয়। মৃত্যুর খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু খবর গোপন রাখা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসূন নূর আহমদ জানান, আনিছ মিয়া কোথায় মারা গেছেন তা আমরা সঠিক জানিনা, পরিবারও কিছু বলেনি। তবে শুনেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তিনি এক আত্মীয়র বাসায় ছিলেন। মরদেহ গ্রামের বাড়ি আনা হচ্ছে শুনে আমরা পুলিশকে অবহিত করেছি।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, আমরা খবর পেয়েছি এবং খবরে পেয়ে তার গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার যুদ্ধাপরাধী আনিছ মিয়ার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়