শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক উন্মাদনার বিরুদ্ধে বিজয়ী সারিকা

সজিব খান: ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) হারিয়ে চারটি শীর্ষ পদ দখল করে নেয় চার বামপন্থী ছাত্রনেতা। এর মধ্যে একজন হলেন সারিকা চৌধুরী। তিনি ২ হাজার ৫৯২ ভোট পেয়ে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। আর তার প্রতিদ্ব›দ্ধী এবিভিপির প্রার্থী গীতা শ্রী পেয়েছেন ১ হাজার ১৩ ভোট।

নির্বাচনে জয়ী হওয়ার পর নব নির্বাচিত সহ-সভাপতি সারিকা চৌধুরী বলেন, 'জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় মানে দেশদ্রোহী ছাত্রদের আখড়া নয়। এখানে যাঁরা পড়াশোনা করেন, তারা আদর্শ ভারত গড়ার স্বপ্ন দেখেন৷ এই বিশ্ববিদ্যালয় কারো একার নয়, সকলের। ছাত্রবিরোধী যে কোনো নীতির প্রতিবাদ চলছে, চলবে।'

এদিকে তরুণ ও মেধাবী বামপন্থী ছাত্রনেতা সারিক চৌধুরী সহ-সভাপতি পদে বিজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে নিয়ে গর্ববোধ করছেন।

সাংবাদিক নজরুল কবীর ফেসবুকে লিখেছেন, অনেকেই যখন বলে, লাল ঝান্ডা'র দিন শেষ তখন, কর্পোরেট শিক্ষা-সংস্কৃতি ও শিক্ষাকে পণ্যে রূপান্তকারীর বিপরীতে কিভাবে রুখে দাঁড়ায় মেধাবী ও যুক্তিবাদী তারুণ্য, তাঁর উদাহরণ হলেন এই সারিকা চৌধুরী।

জেএনইউর নির্বাচনে ছাত্র সংসদের সভাপতি পদে বাম জোট প্রার্থী এন সাই বালাজি। সাধারণ সম্পাদক পদে আইয়াজ আহমেদ রাইদুর এবং যুগ্ম-সম্পাদকের পদে অমুথ জয়দীপ জয়ী হয়েছেন।

ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিজেপি দেশব্যাপী যে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করেছে, তার বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ এই নির্বাচনের ফলাফল।

নির্বাচনে বামপন্থী প্রার্থীদের প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম ভোট পেয়েছেন এবিভিপির প্রার্থীরা। যা বিজেপির ছাত্র সংগঠনের জন্যে তো বটেই, মূল বিজেপি নেতৃত্বের জন্যেও লজ্জাজনক। সূত্র: এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়