শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গুলিবর্ষণ, পিস্তলসহ আটক ১

আশরাফুল নয়ন, নওগাঁঃ নওগাঁয় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে মামুন হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছে। এ ঘটনায় ওমর ফারুক নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন হোসেন নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চকবাড়িয়া গ্রামের মজনুর সাথে একই গ্রামের ওমর ফারুকের গাছ নিয়ে দন্দ চলে আসছিল। মজনুর লাগানো গাছের ডাল ওমর ফারুকের জমিতে গেলে ওমর ফারুক ঐ গাছের দাবী করে এবং গাছের ডাল কাটতে বাধা দেন। কিন্তু সোমবার সকালে মজনু আবারো লোকজন নিয়ে গাছের ডাল কাটতে গেলে ওমর ফারুকের সাথে বাকবিতন্ডা সময় সেখানে গ্রামের অনেক লোকজন উপস্থিত হয়। মামুন ও সেখানে দেখার জন্য যায়।

গন্ডোগোলের এক পর্যায়ে ওমর ফারুক মজনুকে উদ্দেশ্য করে তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে কিন্তু গুলিটি মজনুকে না লেগে মামুনের ঘাড়ে গিয়ে লাগে। গুলি লাগার কারনে ঘটনাস্থলে মামুন মাটিতে পড়ে গেলে গ্রামবাসী তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মুনির আলী আকন্দ বলেন, ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে আনা হয়। আমরা গুলিটি বের করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি বর্তমানে রুগি সুস্থ আছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গ্রামবাসি থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও দুইটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে আটক করা হয়েছে। এবং অনন্যা বিপনির মালিক বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়