শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওম প্রকাশ আগারওয়াল ও হরে কৃষ্ণের ১৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় এইচবি অ্যাপারেলস লিমিটেডের মালিক ওম প্রকাশ চৌধুরী এবং এইচবি অ্যাপারেলসের পরিচালক হরে কৃঞ্চ সাহাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ১০ কোটি ২০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত তাদের পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দণ্ডবিধির ৪০৬,৪৬৮ ও ৪৭১ এর পৃথক ৩ ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে অর্থদণ্ড অনাদায়ে উভয়কে আরো আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তাদের সাজা পৃথকভাবে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেন।

অপরদিকে আসামি এইচবি অ্যাপারেলসের পরিচালক নারায়ণ চন্দ্র ভৌমিক ও ঢাকা ব্যাংকের সিনিয়র অফিসার খন্দকার নাসির হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস প্রদান করেছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৯ সাল থেকে ২০০২ সালের মধ্যে ওম প্রকাশ চৌধুরী বেনামীতে পরিচালিত প্রতিষ্ঠানের অনুকূলে তার কর্মচারী তথা বেনামে পরিচালিত প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যাংক বর্মকর্তাদের সহায়তায় ১৮টি লোকাল বিবিএলসি খুলে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে জালিয়াতি এবং প্রতারণামূকভাবে ঢাকা ব্যাংকের ১৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬০ টাকা অত্মসাত করেন।

এসময় তারা এইচবি অ্যাপারেলস লিমিটেডের ভুয়া আবাসিক ঠিকানা বব্যহার করেন। এ ঘটনায় দুদকের কর্মকর্তা জয়নুল আবেদীন শিবলী ২০১৩ সালের ১ জুন ওম প্রকাশসহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। আজ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়