শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মেরুর বিরল দৃশ্যে ছাত্র রাজনীতি: কীভাবে দেখছেন শিক্ষার্থীরা?

রবিন আকরাম : বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এমন বিরল দৃশ্য প্রায় নজিরবিহীনই বলাই চলে। এদেশে এমন দৃশ্য দেখার খুব ইচ্ছে প্রতিটা মুহুর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনি একটা চমৎকার দৃশ্যর দেখা মিলল। ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ছাত্রদল সভাপতি রাজীব আহসানের আলিঙ্গনের দৃশ্য। সাধারণত দেখা যায় যে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একে অপরের ছায়া মাড়াতেও ‘অস্বস্তি’ বোধ করেন। সেখানে এমন দৃশ্য অফুরন্ত।

১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকা পরিবেশ পরিষদের এক বৈঠকে আমন্ত্রণ পেয়ে দীর্ঘদিন পরে ক্যাম্পাসে আসেন ছাত্রদল নেতা।

বৈঠক শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের শীর্ষ দুই নেতারা কিছু মুহূর্ত ছিল ভালো লাগার। যেগুলো বাংলার রাজনীতিতে সম্প্রীতি ও সৌহার্দের কথা স্মরণ করিয়ে দেয়। সমালোচনাও হবে হয়ত কিন্তু আশা জাগা নিয়ে এ মুহূর্তগুলো দেশবাসী ছাত্র সমাজের জন্য ভালো লাগার।

এ দৃশ্য দেখে ঢাবির এক শিক্ষার্থী বলেন, যদি এদেশে এমন দৃশ্য সব সময় বর্তমান থাকতো। দেশের উন্নয়নে দেশের স্বার্থে একে অন্যের পাশে দাঁড়াতো। এমন বাংলাদেশই আমরা চেয়েছি। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। এমন দৃশ্যই বলে দেয় এটাই সত্যিকারের বাংলাদেশে।

জাবি শিক্ষার্থী নোমান বলেন, এমন ভালোবাসার দৃশ্য যদি অন্তর থেকে সব সময় প্রকাশ পেত, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোন সহিংসতার ঘটনা ঘটত না।

ঢাকা কলেজের শিক্ষার্থী আকাশ বলেন, অন্ধকারের মাঝেও আলোর দেখা সত্যি অসাধারণ। তবে এই দৃশ্য কী নির্বাচন সামনে রেখে মানুষ দেখানোর জন্য? যদি এমনটা হয় তাহলে এমন দৃশ্য না দেখাই ভালো। আমরা তরুনরা চাই একটা সুস্থ রাজনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়