শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নিখোঁজের ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, স্বাধীন মতপ্রকাশের পথে বড় বাধাও’

আশিক রহমান : বিভিন্ন জায়গা থেকে মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, স্বাধীন মতপ্রকাশের পথে বড় বাধা উল্লেখ করে মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা আমাদের এখানে এখন চিরাচরিত ঘটনা হয়ে গেছে। গত বেশ কয়েকবছর ধরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। মানুষকে তুলে নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে। প্রত্যক্ষ দর্শীরা সন্দেহ করছেন যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারেন। তাদের উদ্ধারে রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যত কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। বরং জনমনে একধরনের সন্দেহ ঘনীভূত হয়েছে যে, এগুলোর সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা আছে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সাম্প্রতিককালে যেভাবে মানুষকে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, গুলিবিদ্ধ লাশ পাওয়া। এবং একইসঙ্গে অনেকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এটা শুধু উদ্বেগজনক নয়, তা এমন একটি ভয়াবহ রূপ ধারণ করেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের ভয়ার্ত পরিবেশ মানুষের সমস্ত রকম চেতনাকে ধ্বংস করা হচ্ছে। এবং মানুষের স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে বড় ধরনের বাধা হিসেবে বিবেচিত হবে।

এক প্রশ্নের জবাবে নূর খান লিটন বলেন, দেশে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার দায় থেকে রাষ্ট্রীয় বাহিনী অথবা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, কেউ-ই তা এড়িয়ে যেতে পারেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়