শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁস পালন করে স্বাবলম্বী ঠাকুরগাঁওয়ের হতদরিদ্র পজির-পারুল দম্পতি

মো. সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: হাঁস পালনে স্বচ্ছলতা এসেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের পজির ও পারুল দম্পতি সংসার। ছেলে-মেয়ে নিয়ে ভালোই দিন কাটছে তাদের।এই দম্পতির (তাদের) সাফল্য দেখে হাসঁপালন করছে এলাকার অনেকেই। প্রাণী সম্পদ বিভাগও তাদের পাশে দাড়িঁয়েছে।

পজিরউদ্দিন ও তার স্ত্রী পারুল বেগম জানান, ১৫০টি হাঁস দিয়ে তাদের স্বপ্ন যাত্রা শুরু হয়। এখন তাদের খামারে ৮শ হাসঁ রয়েছে। আঠারো বছর ধরে হাঁস পালন করে আসছে তারা বাড়ির নিকটে তীরনই নদী ও ডোবা- নালা জলাশয়ের শামুক ঝিনুক খেয়ে জীবন ধারণ করে হাঁসগুলো। এতে হাঁসের খাদ্য সাশ্রয় হচ্ছে । তবে বর্ষার মৌসুমে বাড়তি খাবার কিনতে হয় তাদের । একটি সময় জমি-জমা বলতে কিছুই না থাকা এ দম্পতির এখন হাঁসের ডিম ও বড় হাঁস বিক্রি করে ভিটেমাটিসহ চার বিঘা জমির মালিক হয়েছেন। এ ছাড়া এ আয় থেকে সংসার খরচ ও ১ছেলে-৩ মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তারা। পজিউদ্দিন দম্পতির সাফল্য দেখে হাঁসপালন করছে গ্রামের অনেকেই। স্থানীয়রা মনে করছেন গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ন ও দরিদ্রতা কমিয়ে আনতে সরকার বিনা সুদে ব্যাংক থেকে ঋন প্রদান করলে হাঁসপালনে উদ্বুদ্ধ হবেন অনেক হত-দরিদ্ররা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের প্রাণীসম্পদক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, হত-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে হাঁস পালনে উদ্বুদ্ধ করতে কারিগরি সহযোগীতা দেওয়া হচ্ছে প্রাণীসম্পদ বিভাগ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়