শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণা করার দাবি জানাচ্ছি

মুজাহিদুল ইসলাম সেলিম

 

আগামী এক সপ্তাহের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি মেনে না নিলে আন্দোলন চলবে। একইভাবে শ্রম আইনের জন্য আমাদের ট্রেড ইউনিয়ন লড়াইও করবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। স্বাধীনতার ৪৭ বছর পর দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক তাদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছে। তাদেরকে ন্যায্য মজুরি দিতে হবে। এরকম একটি ঘোষণা মালিকদের স্বার্থে করা হয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ এই পোষাক খাত থেকে আসে। তাহলে তাদের নিয়ে কেন এত উপহাস করা হবে? তাদের প্রতি কেন অবিচার করা হবে। আমরা এটি মেনে নিতে পারি না।

শ্রমিকের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা ধরা হয়েছে। এটা তাদের ভরণ-পোষণের জন্যই করতে হবে। পোষাক শিল্পকে টিকিয়ে রাখতেই এটি করতে হবে। শ্রমিকরা যে টাকা দাবি করেছে তা বেশি নয়। বাসাবাড়া, চলাফেরা, ভরণ-পোষণে খরচ ইত্যাদি মিলিয়ে কিন্তু তারা বেশি দাবি করেনি। ৮ ঘণ্টা একজন শ্রমিক কাজ করে কত টাকা পাচ্ছে। একজন কাজ করে যে টাকা পাবে, সেটা ৩ জন কাজ করে কেন পেতে হবে! এটা অমানবিক। ১৬ হাজার টাকা ন্যূন্যতম মজুরির আন্দোলনের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। এই টাকার চেয়ে আরো বেশি মজুরি দেয়া সম্ভব। মজুরি বোর্ড ঘোষণা করেছে ৬৩৬০ টাকা। এটা ঘোষণা করে শ্রমিকদের উপহাস করা হয়েছে। মালিকদেরকে  সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণা করার দাবি জানাচ্ছি।

পরিচিতি : সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)/মতামত গ্রহণ : ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়