শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতির স্বার্থে ঋণখেলাপির সেতুবন্ধন ভাঙ্গা জরুরি

রাজেকুজ্জামান রতন

 

ঋণ খেলাপি আমাদের ব্যাংকিং ব্যাবস্থার জন্য একটি যুক্ত ক্ষত। জনগণের আমানত নিয়ে ব্যবসা করবে কিছু মানুষ। তারা জনগণের টাকা দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন, নিজেরা প্রতিষ্ঠিত হবেন, কিন্তু তারা তাদের ঋণ পরিশোধ করবেন না, উল্টো এই ঋণ আরো বাড়তেই থাকবে। যা আমাদের অর্থনীতিকে প্রচ-ভাবে ক্ষতিগ্রস্থ করবে।

ইতিমধ্যে আমাদের দেশের খেলাপি ঋণের পরিমাণ ১.৫ লক্ষ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আরও কিছু কথা আছে তা হচ্ছে, ব্যাবসায়ীদের  ঋণ মাফ করে দেওয়া হয়। তার পরেও তার পরিমাণ ৮০ হাজার কোটি টাকার উপরে। তবে খেয়াল করার মত বিষয়, প্রভাবশালী ঋণ খেলাপিরা এখনো সরকারের আনুকূল্য পেয়েই যাচ্ছে।

৪০১ কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারেননি বলে আমাদের ১.৫ লক্ষ কৃষকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। আর সেখানে একজন মানুষই ৫ হাজার কোটি টাকার ঋণ নিয়ে সেটিকে তিনি মন্দ ঋণে পরিণত করে ফেলেন। আর এই সকল লোকদের সরকার এবং ব্যাংক বলে থাকে, তাদেরকে আরো ঋণ দিতে হবে যাতে তারা তাদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে পারে। ঋণ খেলাপি এবং ক্ষমতায় যাওয়া এই দুইটি শ্রেণি হাত ধরাধরি করে চলছে। ক্ষমতাশীনদের প্রশ্রয় আর আশির্বাদ ছাড়া কেউই ঋণ খেলাপি হতে পারবেনা। ক্ষমতশীনদের প্রশ্রয় নিয়ে ব্যাবসায়ীরা তাদের ঋণ আরো বাড়াতে থাকে।

তাহলে আমাদের অর্থনীতিকে এই খেলাপি ঋণ থেকে মুক্ত করতে চাইলে প্রথমত ক্ষমতাশীন এবং ঋণ খেলাপিদের যে সেতু বন্ধন রয়েছে তা আগে ভাঙ্গতে হবে।

যা দেশের ব্যাংকের গতিশিলতা দেশের অর্থনীতির স্বার্থে  এবং ব্যাংক ব্যাবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্যই তা জরুরি। দেশে বড় বড় ঋণ খেলাপি, তালিকায় যাদের নাম আছে তাদের অনেকের পরিচিতি পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে। কিন্তু তাদের এখন পর্যন্ত কোনোভাবেই আইনের আওতায় আনা হয়নি।

পরিচিতি : কেন্দ্রিয় কমিটির সদস্য, বাসদ/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়