শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল কী ভুল বলেছিলেন!

ড. আকতার বানু

 

কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান।’ তিনি ভুল বলেছিলেন। কারণ দারিদ্র কখনোই কাউকে মহান করেনা (মহান করে ব্যাক্তির কাজ, হোক সে ধনী বা দরিদ্র)। করলে সব দরিদ্র লোককে মহান হবার কারণে সবাই ভক্তি, শ্রদ্ধা, সম্মান করতো। কিন্তু বাস্তবতা হলো, দরিদ্র মানুষকে সবাই হেয় করে, ছোট করে, অসম্মান করে, কষ্ট দেয়। এজন্যই মানুষ দারিদ্র (নিজের বা পরের) পছন্দ করেনা। কেউ দরিদ্র থাকতে চায়না। তবে মহান না করলেও, কখনও কখনও দারিদ্র মানুষকে ভয়াবহ কষ্ট সহ্য করে, কঠোর পরিশ্রম করে ধনী হবার জন্য শক্তি যোগায়। যদিও সে কষ্টের অনুভূতি কতটা ভয়াবহ, তা শুধু ভুক্তভোগীরাই জানেন।

“খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস। বহুত দম লাগে। বহুত ত্যাজ লাগে!”...দেবব্রত সিংহ

আমার কাছে প্রচুর ফ্রেন্ড রিকুয়েস্ট আসে। আমার হাতে অত সময় থাকেনা যে, প্রতিটা প্রফাইল দেখে রিকুয়েস্ট এক্সেপ্ট বা রিজেক্ট করব। তাই আমি মাঝে মাঝে শুধু প্রফাইল পিকচার দেখেই রিকুয়েস্ট ডিলিট করে ফেলি। প্রফাইল পিকচারে ব্যক্তির নাম (অবুজ মন, বিরহি পাখি, অবুজ বালক, তুমি আমার বন্ধু ইত্যাদি উদ্ভট সব নাম দেখেই মনে হয় আইডিগুলো ফেক), চেহারা, পোশাক, ছবির পোজ দেখেই বুঝে ফেলি যে, রিকুয়েস্ট যিনি করেছেন তার মানসিকতা, ভাবনা আমার সাথে মিলবে না। তাই তাকে এড করার কোন মানেই হয়না।

মাঝে মাঝে মনে হয়, মানুষের চেহারা দেখেই কি সব বোঝা যায়? তখন চেহারা দেখে যাদের রিকুয়েস্ট ডিলিট করব বলে ঠিক করেছি, সেগুলো যাচাই করে দেখার জন্য তাদের প্রফাইল চেক করি। আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে, আমার ডিলিট করার সিদ্ধান্তই পুরোপুরি সঠিক ছিল। অর্থাৎ শুধুমাত্র চেহারা দেখেই আমি নির্ভুলভাবে অনুমান করতে পেরেছি যে, অনুরোধকারীদের সাথে আমার ভাবনার বিস্তর ফারাক হবেই হবে।

মানুষের চেহারা অন্যদের উপর কেমন প্রভাব ফেলে বা কেন একজন মানুষের চেহারা দেখেই লোকে তাকে পছন্দ বা অপছন্দ করে?

এই প্রশ্নের উত্তর জানার জন্য আমেরিকান একদল গবেষক খুব জনপ্রিয় ও খুব অজনপ্রিয় কিছু মানুষের ছবি নিয়ে তাদের চেহারা পর্যবেক্ষণ করে চেহারার খুঁটিনাটি বিশ্লেষণ করলেন। তারপর ছবিগুলো বিভিন্ন মানুষকে দেখিয়ে ছবিগুলোকে পছন্দ বা অপছন্দ করার কারণ বলতে বললেন।

গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে গবেষকরা সিদ্ধান্তে আসলেন যে, যেসব মানুষের কপালের সাথে থুতনি সামঞ্জস্যপূর্ণ, তাদেরকে লোকে বেশী পছন্দ করে। অন্যদিকে যাদের কপালের সাথে থুতনি সামঞ্জস্যপূর্ণ নয় (কপাল বেশি উঁচু, গাল বেশি উঁচু বা ভাঙ্গা, থুতনি বেশি লম্বা বা খাটো, নাক মুখম-লের তুলনায় অতিরিক্ত ছোট বা বোঁচা, চোখ মুখম-লের তুলনায় অতিরিক্ত ছোট বা বড়, ঠোঁট মুখম-লের তুলনায় অতিরিক্ত মোটা, দাঁত অতিরিক্ত বড় বা উঁচু), তাদেরকে লোকে পছন্দ করেনা। আর গায়ের রঙ কালোও অধিকাংশ মানুষ পছন্দ করেনা। তবে মুখম-ল সামঞ্জস্যপূর্ণ হলে গায়ের রঙ মানুষের পছন্দে তেমন কোন প্রভাব ফেলতে পারেনা।

মানুষের চেহারা বা পোশাক দেখেই কি আমরা কাউকে পছন্দ-অপছন্দ বা বিচার করি?

এই প্রশ্নের উত্তর জানার জন্য আমেরিকান আরেকদল গবেষক একজন অভিনেতাকে নিয়োগ করলেন। তাকে বলা হলোÑজনবহুল একটি জায়গায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ার অভিনয় করতে। গোপন ক্যামেরায় দৃশ্যটি ভিডিও করা হচ্ছিল। দেখা গেল, অভিনেতা যখন ভালো পোশাক পরে অসুস্থ্যতার অভিনয় করলো, তখন অনেক লোক তার সাহায্যে এগিয়ে এলো। কিন্তু অভিনেতা যখন নোংরা পোশাক পরে অসুস্থ্য হবার অভিনয় করলো, তখন কেউ তার সাহায্যে এগিয়ে এলোনা।

শেখ সাদীর পোশাকের গল্প আমরা জানি। স¤প্রতি ইউনিসেফ একটি কন্যা শিশুর উপরে একই গবেষণা চালিয়ে একই ফল পেয়েছে। কন্যা শিশুটি যখন সুন্দর পোশাক পরে রাস্তার পাশে বা হোটেলের ভিতরে একা দাঁড়িয়ে ছিল, তখন সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে, তার সাহায্যে এগিয়ে এসেছে। কিন্তু যখন সে নোংরা পোশাক পরে ছিলো, তখন সবাই তাকে সন্দেহ করেছে, বিরক্ত হয়েছে, এড়িয়ে গেছে, ঘৃণা করেছে। ফেসবুক থেকে লেখক : প্রফেসর, ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়