শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয় কাটেনি মোজাম্মেল হক চৌধুরীর

সুশান্ত সাহা : সদ্য জামিনে কারামুক্ত পেয়েও ভয় কাটেনি যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর। তিনি বলেন, এখন ছোট চুলের কাউকে তার দেখলেই ভয় লাগে। মনে হয় আবার ধরে নিয়ে আরেকটি মিথ্যা মামলায় ফাঁসানো হবে।

রোববার একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছু পরিবহন মালিক শ্রমিক ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা সম্মিলিতভাবে তাকে ঘায়েল করতে চান। তাদেরই ষড়যন্ত্রের শিকার তিনি। চাঁদাবাজি মামলার এজাহারে ছিল শুধু মোজাম্মেল। পিতার নাম ও ঠিকানা অজ্ঞাত ছিল। এখন তারা আমার নাম পরিচয় সব পেয়েছে। এখনো কোন সময় মামলা নাম, পিতার নাম ও ঠিকানা দিয়ে আসামী করতে পারেন।

তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতি অত্যন্ত গঠনমূলকভাবে সততার সঙ্গে যাত্রী অধিকার আন্দোলনকে চাঙা করেছে। সবাই এ আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। সড়ক নিরাপত্তায় সরকার যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে জন্য সহায়ক শক্তি হিসেবে যাত্রী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। আমাদের একাজ বাধা গ্রস্থ করার জন্যই চাঁদাবাজির সাজানো মামলায় তাকে ফাঁসানো হয়। পরে সে মামলায় জামিন হওয়া পরে আরেক একটি অজ্ঞাত মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও চাঁদাবাজির মামলার বাদী মো. দুলালকে আগে কোন দিনেও চিনতাম না। তার সাথে কোন দিনেও কথা হয়নি তার। কোর্টে তার সাথে দেখা হয়েছে। রিমান্ডে তার বিরুদ্ধে ৪০টি মামলা দেওয়ার হুমকি দেন পুলিশ। তখন তিনি ওই পুলিশকে বলেন, চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ নন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, প্রতিনিয়ত যাত্রী হয়রানি, যাত্রী হত্যা, ভাড়া নৈরাজ্যের অবসান চাই। এটাই আমার অপরাধ। এর আগেও তারা হুমকি-ধামকি দিয়েও আমাকে যাত্রী অধিকার আন্দোলন থেকে বিরত করতে পারেনি। শেষ পর্যন্ত মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়া হয়। এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার পাশাপাশি মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, সড়ক পরিবহন আইনে যাত্রীস্বার্থ উপেক্ষিত করে মালিক শ্রমিক মিলেমিশে সরকারকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থে আইন তৈরি করার চেষ্টা করছে। এ বিয়ে সড়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ পেতে গত ৩ বছরে ১১টি চিঠি দেয়া হয়েছে। আর প্রধানমন্ত্রীর সাক্ষাত পেতে রোববার চিঠি দেয়া হয়েছেও বলে তিনি জানান।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ভোর রাত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাসা থেকে মোজাম্মেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ৪ সেপ্টেম্বর দুলাল নামের এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। তার পরের দিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৮ সেপ্টেম্বর মোজাম্মেল হকের ফের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার আদালত মোজাম্মেল হককে জামিন দিলেও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন থাকায় তিনি মুক্তি পাননি। পরে বৃহস্পতিবার বিকালে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন আদালত খারিজ করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়