শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বই দ্রুত রিভিউর নির্দেশ গভর্নরের

আদম মালেক : বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে আইয়ুব মোনায়েমের ছবি থাকলেও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বইটি বিতরণ বন্ধ হলেও এখনও বাতিল হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির রিভিউ কমিটিকে দ্রুত বইটি রিভিউ করে প্রচারের নির্দেশ দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

সূত্র মতে, রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ডেপুটি গভনর্র এস এম মনিরুজ্জামান ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেশনের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ রিভিউ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান ও পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি থাকলেও বঙ্গবন্ধুর ছবি না থাকায় জনমনে সৃষ্ট অসন্তোষ ও বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। তাই দ্রুততম সময়ের মধ্যে বইটি রিভিউ করে প্রচারের নির্দেশ দেয় গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে গঠিত রিভিউ কমিটির সঙ্গে গভর্নরের বৈঠক হয়। বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। দ্রুত রিভিউয়ের কাজ সমাপ্তের নির্দেশ দেন গভর্নর।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেশনের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, গভর্নর আমাদের সঙ্গে রোববারও বৈঠক করেছেন। বৈঠকে বইটি দ্রুত রিভিউ করে প্রচারের নির্দেশ দেন তিনি। আমরাও আশা করি রিভিউয়ের কাজ দ্রুত সমাপ্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়