শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানকে গোয়েন্দাগিরি বন্ধের আহবান চীনের

কায়কোবাদ মিলন: চীন তাইওয়ানকে তাদের বিরুদ্ধে পরিচালিত গোয়েন্দাগিরি বন্ধের আহবান জানিয়েছে। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় অবিলম্বে তাইওয়ানকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।
শনিবার চীনা টিভির এক অনুষ্ঠানে বলা হয় যে, তাইওয়ানে অধ্যয়নরত চীনা ছাত্রদের তাইওয়ান নানা ভাবে প্রলুদ্ধ করে তাদের পক্ষে গোয়েন্দাগিরি করাচ্ছে। এই সব ছাত্রদের তাইওয়ান টাকা দিচ্ছে। দিচ্ছে প্রেম ভালবাসার সুযোগ এবং বন্ধুত্ব।
তাইওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ এমন সময় আনা হল যখন চীনই তাইওয়ানের মানুষকে স্থায়ীভাবে তাদের দেশে আসার জন্য পরিচয়পত্র ও নানা প্রণোদনা দিচ্ছে। এর পাল্টা হিসেবে তাইওয়ান তাদের জনগণকে বলছে, চীন হল একটি স্বৈরতান্ত্রিক দেশ. সেদেশে ইন্টারনেট নেই ইত্যাদি। বাণিজ্যের ক্ষেত্রে চীন এবং তাইওয়ান পরস্পরের বিরুদ্ধে প্রায়শই গোয়েন্দাগিরির অভিযোগ করে থাকে।
এদিকে গোয়েন্দাগিরির অভিযোগে চীনের এক ছাত্রকে ২০১৭ সালে তাইওয়ান জেল দিয়েছিল। তাইওয়ানের স্কুল ও সরকারি অফিস থেকে গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই ছাত্র একটা গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। তাইওয়ান ২০০৯ সাল থেকে চীনা ছাত্রদের তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে।
এদিকে তাইওয়ানও চীনের বিরুদ্ধে নানা তথ্য বিভিন্ন রাষ্ট্রকে দিয়ে চলেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে চীন কোথায় কোথায় তাদের সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইত্যাদি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়