শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও নিলি ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে বিশ্ব

লিহান লিমা: বিশ্বব্যাপী নিলি ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে শতশত মানুষ। ইতোমধ্যেই মশা থেকে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুমুখে পতিত হয়েছেন ২২ জন। শুক্রবার কানাডাতে ওয়েস্ট নিলি ভাইরাসে (ডব্লিউএনভি) আক্রান্ত হওয়া একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটির উইন্ডরসর এসেক্স কাউন্টি হেলথ এই তথ্য জানায়।

হেলথ ইউনিটের সতর্ক বার্তায় অধিবাসীদের নিলি ভাইরাস থেকে সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বাসা-বাড়িতে জমিয়ে থাকা পানি ফেলে দেয়া, মশা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ, ডাস্টবিন পরিস্কার ও নির্দিষ্ট সময়ে দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

এই ভাইরাস পাখির শরীর থেকে মশার শরীরে প্রবেশ করে। দুই সপ্তাহ পর মশা এই ভাইরাস মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে ছড়িয়ে দিতে সক্ষম হয়। তবে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে, বা আক্রান্ত প্রাণী থেকে তা মানুষের শরীরে ছড়ায় না।

১৯৩৭ সালের প্রথমবারের মত উগান্ডায় এই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর দশকব্যাপী এটি আফ্রিকা থেকে ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। ১৯৯৯ সালে নিউইয়র্কে এই ভাইরাস দেখা যায়, আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন। ২০০১ সালে কানাডা পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত করার কথা জানায়। ২০০২ সালে সেপ্টেম্বরে কানাডার কুইবেক এবং অন্টারিওতে মানুষের শরীরে এই ভাইরাস দেখা যায়। স্পুটনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়