শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ইতোমধ্যে ভয় পেয়েছে

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৫দফা দাবির সঙ্গে দেড় বছর আগে ঘোষিত দলের ভিশন ২০৩০'র মিল দেখছে বিএনপি। দলটির বলছে, তারাও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিন্ন দাবি জানিয়েছে। রূপকল্প ভিশন ২০৩০ এর মধ্যে উল্লেখ আছে।

শনিবারে বিকেলে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ড.কামাল হোসেনের গণফোরাম ও বি চৌধুরীরর যুক্তফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে ৫দফা দাবি জানায়।

রোববার এসব দাবির সঙ্গে একমত পোষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এই প্রতিবেদককে বলেন, জাতীয় ঐক্যের এসব দাবি তো আমরা গত দেড় বছর আগে ভিশনের মাধ্যমে জানিয়েছি। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পেছেনে এসব দাবিগুলো তুলে ধরেন।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের ধন্যবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা যুক্তফ্রন্ট ও গণফোরামসহ ঐক্য প্রক্রিয়ায় জড়িত সকল দলগুলোকে স্বাগত জানাই। তারা বিশ দলকে ছাড়াই এই কর্মসূচি ঘোষণা করতে পারায় আমরা খুশি।

ঐক্য প্রক্রিয়ার লক্ষ্যের ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, আমরা পরে আলোচনা করে বিষয়গুলো দেখব।

এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা তাদের বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। আমাদের দাবির সঙ্গে তাদের খুব একটা তফাৎ নেই। আমরা সকলে নিয়েই একটা কার্যকর বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে চাই। সেখানে যুক্তফ্রন্ট ও গণফোরাম ছাড়াও বামফ্রন্ট এর দলগুলোর সঙ্গে এ ঐক্য গড়ে তোলা হবে। তবে যদি কোনো কারণে না হয়, তবে নূন্যতম ছাড়ের ভিত্তিতে হলেও জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।

'জাতীয় ঐক্য কি পারবে সরকারকে নমনীয় করতে' এমন প্রশ্নের জবাবে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সরকার ইতোমধ্যে ভয় পেয়েছে। এই জাতীয় ঐক্য সরকারের একগুয়েমি অবস্থানকে কোণঠাসা করবে।

 

কয়েক দফা বৈঠক আর রুদ্ধদ্বার আলোচনার পর শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আপাতত যুক্তফ্রন্ট ও গণফোরাম নিয়ে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ায়।

এই ঐক্য প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, এখন নির্বাচনের আগে এসে বৃহত্তর ঐক্যের স্বার্থে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই চাইবে ছোট দলগুলোকে কাছে টানতে।

এই বিশ্লেষকের মতে, বিশেষ করে বৃহত্তর ঐক্যের কথা বলে বিএনপি যদি এই জাতীয় ছোট দলগুলোকে কাছে টানতে পারে, তাহলে তাদের ভোট বাড়বে না বটে তবে 'গ্রহণযোগ্যতা' বড় পাওয়া হবে। কারণ জাতীয় ঐক্য প্রক্রিয়ার দলগুলোর ভোট ব্যাংক না থাকলেও ক্রেডেবিলিটি রয়েছে। অন্যদিকে এখন আওয়ামী লীগও চাইবে, বিএনপির বিরুদ্ধে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দল নিয়ে নিজের বলয় মজবুত করতে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। এ শঙ্কা দূর করতে সুদূরপ্রসারী উদ্যোগ নিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। এগুলো এখন ভঙ্গুর অবস্থায় আছে।

জাতীয় ঐক্যের দাবিতে সরকার নমনীয় হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি সন্দিহান। তবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবিগুলো ইতিবাচক মনে করছে সুজন।

আরেক রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ জাতীয় ঐক্যের বিষয়টিকে ইতিবাচক দেখছেন। বলেন, এখন দেখার পালা এই ঐক্যটি কোন কৌশলে আগায়। সময়ও হাতে নেই। তাই তাদেরও কৌশলী কর্মসূচি হাতে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়