শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলেঙ্গানায় জাতের নামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে হত্যা

ইফ্ফাত আরা : ভারতের তেলেঙ্গানার নালগোন্ডা জেলার মিরিয়ালগুড়ায় হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বের হবার সময় আততায়ীর হাতে নিহত হন প্রণয় নামের এক যুবক। মুগুর হাতে আততায়ী এসে সজোরে যুবকের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমন দৃশ্য।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের চিকিৎসকরা প্রণয়কে মৃত ঘোষণার পর তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বিদ্যালয় জীবন থেকেই তফসিলি সম্প্রদায়ভূক্ত প্রণয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বৈশ্য সম্প্রদায়ের অমৃতার। অমৃতার বাবা মিরিয়ালগুড়া এলাকায় আবাসনের ব্যবসা করেন। তাদের এই সম্পর্ক কখনোই মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। প্রণয়ের পরিবার প্রথমে সম্পর্কে আপত্তি জানালেও পরে মেনে নেয়। আট মাস আগে অমৃতার পরিবারের অমতেই দুজন বিয়ে করেন। এর মধ্যে অন্তঃসত্তা হন অমৃতা। রুটিন চেকাপের জন্য গিয়েছিলেন স্থানীয় জ্যোতি হাসপাতালে। আর সেখানেই প্রণয়ের ওপর এ হামলা।

এদিকে প্রণয়ের পরিবারের লোকজনের অভিযোগ প্রণয়কে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। নি¤œবর্ণের ছেলে বলেই তাকে খুন করেছে তারা। অমৃতাও পুলিশের কাছে তার বাবা ও চাচাদের কথা বলেছেন। তাকে গর্ভপাত করার পরামর্শও তার পরিবার দিয়েছিলো বলে উল্লেখ করেন। এসব অভিযোগের ভিত্তিতেই প্রণয়ের শ্বশুর ও চাচা শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়