শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প অনুমোদন দিয়েছেন সরকার : মেয়র নাছির

মো.শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম নগরীতে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ওয়াসা একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। নগরবাসীর পানি সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে। এর ফলে বর্তমানে নগরীর ৭০ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে। বাকি এলাকাতে পানি সরবরাহ নিশ্চিতে ওয়াসা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ওয়াসার ৯ কোটি লিটার পানি সরবরাহ প্রকল্পটিও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের কাজ চলমান রয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডে লিচুবাগান এলাকা থেকে ওয়াসা এই খানা ভিত্তিক জরিপ কার্যক্রম উদ্বোধন কালে সিটি মেয়র তার বক্তব্যে এ কথা বলেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম ওয়াসা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে পুরোনো সংযোগ লাইনের সংস্কার কাজ চলমান থাকার কারণে সময়ে সময়ে নগরীর রাস্তাঘাট কর্তন করতে হচ্ছে সংস্থাটিকে। এতে করে যানজট সমস্যাসহ নানামুখী জনদুর্ভোগ, হয়রানির সৃষ্টি হচ্ছে।

ওয়াসার উন্নয়ন কার্যক্রমের কারণে সৃষ্ট জনদুর্ভোগ, হয়রানি নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা রয়েছে। তবে আমাদের এ নগরবাসীকে উন্নয়নের জন্য জনভোগান্তি সহ্য করতে হবে। তিনি নগরবাসীকে চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন সময়ে সৃষ্ট দুর্ভোগ মেনে নেওয়ার আহবান জানান। মেয়র ওয়াসার থানা ভিত্তিক জরিপ কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, নগরীর হোল্ডিংয়ের তালিকাসহ জরিপ কার্যক্রমে সহায়ক অনেক তথ্য এবং কর্ম পরিকল্পনা কর্পোরেশনের কাছে রয়েছে।

ওয়াসার পানি ব্যবহার বিষয়ক থানাভিত্তিক জরিপ কার্যক্রমে কর্পোরেশনের এ কর্মপরিকল্পনা সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরবাসীর পানি ব্যবহার বিষয়ক সঠিক অবস্থান তথ্য সংগ্রহের জন্য ওয়াসার নিজস্ব কর্মীদ্বারা এ জরিপ কাজ পরিচালিত হচ্ছে। এতে চট্টগ্রাম নগরে বসবাসরত নাগরিকদের শতভাগ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং স্যুয়ারেজ সিস্টেম প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

তাছাড়া ওয়াসার ভবিষ্যত কর্ম পরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রেও এই কার্যক্রম কাজে লাগবে। চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপক অর্থ নুরুল আলম চৌধুরী, সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়